পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ মথিলিখিত সুসমাচার। [১৪ অধ্যায় । এবং বেলাও অবসান ; অতএব লোকেরা যেন গ্রামেই গিয়া আপনাদের নিমিত্তে খাদ্য দ্রব্য ক্রয় করে, এ জন্যে তাহাদিগকে বিদায় করুন । কিন্তু যীশু তাহাদিগকে কহি- ১৬ লেন, তাহদের যাওয়া আবশ্যক নয়, তোমরাই তাহদিগকে ভোজন করাও । তাহাতে তাহারা কহিল, আমা- ১৭ দের এ স্থানে কেবল পাচ রুট ও দুই মৎস্য আছে । তখন তিনি কহিলেন, তাহাই আমার নিকটে অান । পরে ১৮ তিনি লোকদিগকে ঘাসের উপরে বসিতে অগত্তা করি- ১৯ লেন ; এবং ঐ পাচ রুট ও দুই মৎস্য লইয়া স্বর্গের প্রতি দৃষ্টিপাত করিয়া ঈশ্বরের গুণানুবাদ পূর্বক ভাঙ্গিয়া শিষ্যদিগকে দিলে শিষ্যেরা লোকদিগকে দিল । তাহাতে সকলে ২০ ভোজন করিয়া তৃপ্ত হইল ; এবং অবশিষ্ট খাদ্যেতে পূর্ণ বারো ডালী উঠাইয়া লইল । এই ভোক্তার স্ত্রী ও বালক ২১ ছাড়া ব্যুনাধিক পাচ সহস্র পুরুষ ছিল । তদনন্তর যীশু লোক সকলকে বিদায় করণের পূর্বে ২২ শিষ্যদিগকে নেীকারোহণ করিতে ও আপনার অগ্রে ওপারে যাইতে দৃঢ় আজ্ঞা দিলেন । আর লোক সকল ২৩ বিদায় হইলে তিনি বিরলে প্রার্থনা করিবার নিমিত্তে এক পৰ্ব্বতে গেলেন ; পরে সন্ধ্যাকাল উপস্থিত হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন । কিন্তু সেই সময়ে সন্মুখ ২৪ বাতাস প্রযুক্ত সমুদ্রের মধ্যে তরঙ্গদ্বারা ঐ নৌকা দুলিতেছিল । তখন চতুর্থ প্রহর রাত্রিতে যীশু সমুদ্রের উপরে ২৫ পদব্রজে গমন করিয়৷ তাহদের নিকটে গেলেন ; কিন্তু ২৬ শিষ্যেরা তাহাকে সমুদ্রের উপরে হঁটিতে দেখিয়া উদ্বিগ্ন হইয়া কহিল, ঐ ভূত; এবং শঙ্কাতে চেচাইতে লাগিল । অতএব যীশু তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিয়া কহিলেন, ২৭ সুস্থির হও, ভয় নাই, এ আমি । তাহাতে পিতর এই কথা ২৮ 46