পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©☾ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [১০ অধ্যায় । বংশোদ্ভব লোকদের ব্যবহার দেখ ; যাহারা বলিৰূপ উৎসৃষ্ট সামগ্ৰী ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদির সহভাগী নয় ? দেবতা যে বাস্তবিক, ও দেবতার নি- ১৯ কটে বলিদান যে বাস্তবিক, ইহা কি আমি কহি ? তাহা নয় ; অন্যদেশীয়ের যে বলিদান করে, তাহ। ২ • ঈশ্বরোদেশে না করিয়৷ ভূতদের উদ্দেশে করে ; আতএব তোমরা ভূতদের সহভাগী হও, আমার এমন ইচ্ছা নয় । তোমরা প্রভুর পাত্র ও ভূতদের পাত্র, ২১ এই উভয় পাত্রে পান করিতে পার না ; এবং প্রভুর নিৰূপিত খাদ্য ও দেবতাদের খাদ্য উভয়ের সহভাগী হইতে পার না । আমরা কি প্রভূর ক্ৰোধ জন্মাইব । ২২ ভামরা কি তাহহেইতে বলবান ? আমার প্রতি সকল দ্রব্য অনিষিদ্ধ, কিন্তু সকলি ২৩ অন্যের মঙ্গলদায়ক নয় ; সকলি অামার প্রতি আনিষিদ্ধ, কিন্তু সকলি পরের নিষ্ঠাকারী হয় না । অত- ২৪ এব কেবল আপন বিষয়ে মনোযোগী না হইয়। প্রত্যেক জন পরবিষয়েও মনোযোগী হউক । যে কোন ২ ৫ দ্রব্য হাটে বিক্রীত হয়, মনের অনুরোধে কিছু জিজ্ঞাসা না করিয়া তাহ ভোজন কর ; যেহেতুক “পৃ- ২৬ “থিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু পরমেশ্বরের l” আর ২৭ অবিশ্বাসি লোকদের মধ্যে কেহ যদি তোমাকে নিমন্ত্রণ করে, তাহাতে তুমি যদি যাইতে চাহ, তবে মনের অনুরোধে কিছু জিজ্ঞাসা না করিয়া, যে কিছু সামগ্ৰী উপস্থিত করে, তাহাই ভোজন করিও । কিন্তু ২৮ ‘এই সামগ্ৰী দেবতার প্রসাদ, এমন কথা তোমাকে যদি কেহ বলে, তবে যে তোমাকে জানাইল, তাহার অনুরোধে এবং মনের অনুরোধে তাহ ভোজন করিও 552