পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৫৫৩ ন। (“পৃথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু পরমেশ্বরের।” ) ২৯ কিন্তু এই তোমার মনের অনুরোধ নয়, এ তাহার । ‘ভোজন করিতে আমার যে অধিকার অাছে, সে প৩০ রের মনের অধীন কেন হইবে ? আমি যদি অনুগ্রহ পাইয়। ভোজন করি, তবে যে বস্তুর নিমিত্তে ধন্যবাদ করি, তাহ ভোজন করাতে লোকের কেন ৩১ আগমণকে দোষী করিবে ? তোমরা ভোজন পান প্রভৃতি যে কোন কৰ্ম্ম কর, সে সকলি ঈশ্বরের ম৩২ হিমা প্রকাশের নিমিত্তে কর । তোমরা যিহুদীয়দের কি অন্য দেশীয়দের কি ঈশ্বরের মণ্ডলীর কাহারও ৩৩ বিঘ্নস্বৰূপ হইও না । কিন্তু আমি যেমন আপনার হিত চেষ্টা না করিয়া অনেকের পরিত্রাণের নিমিত্তে তাছাদের হিত চেষ্টা করিয়া সকল বিষয়ে সকলের তুষ্টি জন্মাইতে যত্ন করি, এবং খ্রীষ্টের অনুকারী হই, তেমনি তোমরাও আমার অনুকারী হও । ১১ অধ্যায় । ১ পুরুষের মস্তকের অনাচ্ছাদন ও স্ত্রীলোকদের মস্তক আচ্ছাদন করণের আবশ্যকতা ১৭ ও প্রভুর ভোজের বিষয়ে করি স্থীয়দের প্রতি অনুযোগ ২৩ ও কি রূপে ভোজন করিতে হয় তাহার নির্ণয় করণ ৩৩ ও তাহার বিষয়ে পৌলের উপদেশ। o হে ভ্রাতৃগণ, তোমরা সকল বিষয়েতে অামাকে মনে করিয়া আমার দত্ত বিধি প্রতিপালন করিয়া থাক, এই নিমিত্তে তোমাদের প্রশংসা করিতেছি । ২ তথাপি স্ত্রীর মস্তকস্বরূপ পুরুষ, ও পুরুষের মস্তকস্ব৩ ৰূপ খ্রীষ্ট, এবং খ্রীষ্টের মস্তকস্বৰূপ ঈশ্বর ; এ কথা ৪ যে তোমরা জ্ঞাত হও, এই আমার বাঞ্ছ। আর পুরুষ আচ্ছাদিত মস্তকে প্রার্থনা করিলে কিম্বা উপদেশ 553