পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৫৬ করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [১১ অধ্যায়। বার অামার স্মরণের জন্যে করিও ।’ যত বার তো- ২৬ মরা এ রুট ভোজন কর এবং এই পাত্রে পান কর, তত বার প্রভুর আগমন পর্যন্ত তোমরা তাছার মৃত্যু প্রকাশ করিতেছ । অণর যে কেহ অযোগ্য ৰূপে প্র- ২ ৭ ভুর এই রুট ভোজন করে কিম্ব এই পাত্রে পান করে, সে প্রভুর শরীরের এবং রক্তের দায়ী হইবে । এই জন্যে মনুষ্য অগ্রে আপনার পরীক্ষা করিয়া ২৮ পশ্চাৎ এ ৰুটী ভোজন করুক ও এ পাত্রে পণন করুক । যে জন অযোগ্য ৰূপে ভোজন পান করে, ২ ৯ সে প্রভুর শরীরের বিষয়ে বিবেচনা না করাতে ভোজন পান করিয়া আপনার দণ্ড জন্মায় । এই জ- ৩ • । ন্যে তোমাদের বিস্তর লোক দুর্বল ও পীড়িত, এবং অনেকে মহানিদ্র। প্রাপ্ত হয় । আমরা যদি আপ- ৩১ নাদের বিচার আপনারা করি, তবে দণ্ডপ্রাপ্ত হইব না ; কিন্তু জগজ্জনের সহিত দণ্ড প্রাপ্ত ন হই, এই ৩২ অভিপ্রায়ে প্রভুকর্তৃক বিচারিত হইয়। আমরা এইক্ষণে শাস্তি ভোগ করিতেছি । হে আমার ভ্রাতৃগণ, তোমরা ভোজন করিতে এ. ৩৩ কত্র হইলে এক জন অন্যের অপেক্ষা কর । কেহ ৩৪ যদি ক্ষুধিত হয়, তবে সে আপন গৃহে ভোজন কৰুক ; তাহাতে তোমাদের একত্র হওন দণ্ডের হেতু হইবে না । তদ্ভিন্ন যে২ অবশিষ্ট আছে, তোমাদের নিকটে উপস্থিত হইয় তাহার ব্যবস্থা করিব । ১ ২ অধ্যায় । ১ আত্মার বিবিধ প্রকার দানের বিবরণ ১২ ও শরীর পূরণার্থে যেমন নানা অঙ্গের প্রয়োজন তেমনি মগুলী পূরণার্থে নানা দানের প্রয়োজন । 556