পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영 ১২ অধ্যায় ।] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র (2(에 হে ভ্রাতৃগণ, তোমরা যে পবিত্র আত্মার দান বিষয়ে অজ্ঞাত থাক, অামার এমন বাঞ্ছা নয় । অন্যদেশীয় যে তোমরা, তোমরা আপন ব্যবহার অনুসারে অবাক প্রতিম মোহিত ছিল, ইহা তোমাদের স্মরণে আছে । এই জন্যে আমি তোমাদিগকে এই কথা জানাইতেছি, ঈশ্বরের আত্মাদ্ধার কথা কহিয়া কেহ যীশুকে শাপগ্রস্ত করিয়া বলে না ; এবং পবিত্র আত্মার আবির্ভাব ব্যতিরেকে কেহ যীশুকে প্রভু করিয়া কহিতে পারে না । আত্মার দান বিবিধ প্রকার, কিন্তু আত্মা এক ; এবং সেবা নানা প্রকার, কিন্তু প্রভু এক । এবং সকলেতে সৰ্ব্বসাধনকর্তা যে ঈশ্বর, তাহার কৰ্ম্ম নানাবিধ, কিন্তু ঈশ্বর এক ৷ হিতের জন্যে প্রত্যেক জনকেই সেই আ| ৮ ত্বার প্রকাশিত গুণ দত্ত হয় । তাহাতে সেই এক X > আত্মাদ্ধারা কাহাকে বা জ্ঞানের কথা, এবং সেই আত্মাদ্ধার কাহাকে বা বিদ্যার কথা ; এবং সেই আত্মাদ্ধারা কাহাকে বা বিশ্বাস দেওয়া যায়, এবং সেই আত্মাদ্বারা কাহাকে বা সুস্থ করণের শক্তি, এবং কাহাকে বা আশ্চৰ্য্য ক্রিয় করণের শক্তি, এবং কাহাকে বা ভবিষ্যদ্বাক্য কহনের শক্তি, এবং এক জনকে বা পরের মন জানিবার শক্তি, ও অার এক জনকে বা নানাদেশীয় ভাষা কহিবার শক্তি, এবং অন্য জনকে বা ভাষার অর্থ কহিবার শক্তি প্রদান করা যায়। এই প্রকারে এক অদ্বিতীয় আত্মা স্বেচ্ছানুসারে প্রতি জনকে অংশক্রমে শক্তি প্রদান করিয়া এই সকল কৰ্ম্ম আপনি সাধিতেছেন । 557