পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] কfরন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। ৫৫৯ শরীরের মধ্যে যেন ভিন্নভাব না হয়, এবং প্রত্যেক অঙ্গ যেন সমানৰূপে পরস্পর উপকারী হয়, এই অশয়ে ঈশ্বর আদরহীন অঙ্গকে আদর দিয়া সুন্দর ২৬ ৰূপে সমুদয় শরীর রচনা করিয়াছেন । তাছাতে যদি একাঙ্গ দুঃখী হয়, তবে তাবৎ অঙ্গই দুঃখী হয় ; এবং একাঙ্গ যদি আদরপ্রাপ্ত হয়, তবে সে সকল ২৭ অঙ্গের আহলাদ জন্মে । তোমরা অঙ্গ প্রত্যঙ্গ হুই২৮ ফ্লা খ্রীষ্টের শরীরস্বৰূপ হইয়াছ । তাহাতে প্রথমে প্রেরিতগণ, দ্বিতীয়ে ভবিষ্যদ্বক্তৃগণ, তৃতীয়ে উপদেশক, চতুর্থে আশ্চৰ্যক্রিয়াকারক, তদ্ভিন্ন আরোগ্যকারক, ও উপকারক, ও শাসনকর্তা, এবং নানাভাষাবাদী, এই সকলকে ঈশ্বর নিজ মণ্ডলীতে স্থাপিত করিয়াছেন । ২৯ ইহাদের সকলেই কি প্রেরিত ? ও সকলেই কি ভবি৩• ষ্যদ্বক্তা ? ও সকলেই কি উপদেশক ? ও সকলেই কি অণশ্চৰ্যক্রিয়াকারক ? ও সকলেই কি আরোগ্যকারক ? ও সকলেই কি নানাভাষাবাদী ? ও সকলেই কি ৩১ ভাষার্থবাদক ? অতএব তোমরা শ্রেষ্ঠ দান প্রাপ্ত হইতে চেষ্টা কর ; কিন্তু আর এক শ্রেষ্ঠ পথ তোমাদিগকে দেখাইতেছি । ১৩ অধ্যায় । ১ ভাবৎ পারমর্থিক দান ও গুণ অপেক্ষা প্রেম দানের উত্তমত্ত। ৪ ও তাহার ফলের বিবরণ এবং প্রত্যয় ও প্রত্যাশা হইডে প্রেমের 51 l ১ মনুষ্যদের কিম্বা স্বৰ্গীয় দূতগণের ভাষা কহিতে পারিলেও যদি অামার প্রেম না থাকে, তবে অ|মি কেবল শব্দকারক ভেরী ও কাংস্য করতালীস্ব ২ ৰূপ হই । ভার যদ্যপি ভবিষ্যদ্বাক্যে এবং সৰ্ব্ব 559