পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AA BBBBB BBBB BB BBBB BB SBB BBBBS প্রকার নিগুঢ় কথাতে ও সর্বপ্রকার বিদ্যাতে পারদর্শী হই, এবং যাহাতে পৰ্ব্বতকে স্থানান্তর করিতে পারি, এমন বিশ্বাসও অামার হয়, তথাপি প্রেম না থাকিলে অামি নগণ্যের মধ্যে হই । আর যদ্যপি দরিদ্র লোকদের জন্যে সৰ্ব্বস্ব দান করি, এবং আপন শরীরকে অগ্নিতে দগ্ধ করিতে দি, তথাপি প্রেম না থাকিলে অামার কোন ফল নাই । প্রেম চিরসহিষ্ণু ও হিতদায়ক; প্রেম পরদ্বেষী নয় ; প্রেম আত্মশ্লাঘা কি অহঙ্কার করে না, এবং অবিহিত ব্যবহার করে না, ও আত্মচেষ্টা করে না, ও হঠাৎ ক্রোধী নয়, ও পরের মন্দ চিন্তাও করে না ; পাপ বিষয়ে অামোদ না করিয়া সত্য বিষয়ে অণমোদ করে ; ও সৰ্ব্ব বিষয়ে ক্ষমা করে, ও সৰ্ব্ব বিষয়ে প্রত্যয় করে, ও সৰ্ব্ব বিষয়ে প্রত্যাশ করে, এবং সৰ্ব্ব বিষয়ে সহ করে । যদি ভবিষ্যদ্বাক্য থাকে, তবে তাহার লোপ হইবে ; এবং যদি নানা ভাষা থাকে, তবে তাহার নিবৃত্তি হইবে ; এবং যদি বিদ্যা থাকে, তবে তাহারও লোপ হইবে ; কিন্তু প্রেমের লোপ কদাচ হইবে না । আমাদের জ্ঞানের জুটি আছে, ও ভবিষ্যদ্বাক্যেরও জুটি আছে ; কিন্তু সম্পূর্ণ জ্ঞানাদি উপস্থিত হইলে তুটি থাকিবে না । যখন বালক ছিলাম, তখন বালকের ন্যায় কথা কহিলাম, ও বালকের ন্যায় বুঝিলাম, এবং বালকের ন্যায় তর্কও করিলাম ; কিন্তু বয়ঃপ্রাপ্ত হইলে সে সকল বালকত্ব পরিত্যাগ করিলাম । এখন অণমরা অভ্র দিয়া অস্পষ্ট ৰূপে দেখিতেছি, কিন্তু তৎকালে সন্মুখস্থের ন্যায় দেখিব ; আর এখন আমার জ্ঞানের তুটি আছে, 560 Y e. Y > > R