পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬২ করিন্থী মণ্ডলীর প্রতি প্রথম পত্র [১৪ অধ্যায় । আর নিজীব বস্তুর মধ্যে শব্দকারী বঁাশী হউক কি বীণা হউক, তাল মান না রাখিয়া যদি বাজে, তবে কিসের বাদ্য ও কিসের গান হইতেছে, তাছা কে বুঝিতে পারে? আর তুরীর শব্দ যদি অস্পষ্ট হয়, তবে যুদ্ধ করিতে কে সুসজ্জ হইবে? তেমনি জিহ্বার দ্বারা লোকদের বোধগম্য হয়, এমন কথা যদি ন৷ বল, তবে কি কহিতেছ, তাহ কে বুঝিতে পারিবে ? বরঞ্চ তোমাদের কথা আকাশকে বলার ন্যায় হইবে । জগতের মধ্যে নিতান্ত অনেক প্রকার ভাষা অাছে, এবং কোন ভাষা অর্থ রহিত নয় । কিন্তু আমি যদি সে ভাষার অর্থ বুঝিতে ন পারি, তবে যে জন কহে, সে আমাকে স্লেচ্ছ জ্ঞান করিবে, এবং সে আমার কাছে মেচ্ছের ন্যায় হইবে । আর তোমরা যদি পবিত্র আত্মার দানের চেষ্টা করিয়া থাক, তবে যে দানেতে মণ্ডলীর নিষ্ঠ হয়, তাহ প্রচুরৰপে পাইতে চেষ্টা কর । অতএব যে জন পরভাষা কহে, সে যেন অৰ্থ বুঝাইয়া দিতে সক্ষম হয়, এই প্রার্থন করুক । যদি পরভাষাতে প্রার্থনা করি, তাহাতে আমার মন প্রার্থনা করে, কিন্তু আমার বুঝাইবার শক্তি নিস্ফল হয় । তার কি বলিব ? না, আমি মনে বুঝিয়া প্রার্থনা করিব, ও তাহার অর্থ বুঝাইয়। প্রার্থনা করিব ; আর মনে বুঝিয়া গান করিব, ও অর্থ বুঝাইয় গান করিব । নতুবা তুমি যখন আপন মনে বুঝিয়। ধন্যবাদ করিব, তখন উপস্থিত অশিক্ষিত ব্যক্তি তোমার কথার ভাব বুঝিতে না পারিয়া তোমার ধন্যবাদে কি ৰূপে সায় দিতে পারে ? তুমি ভাল ৰূপে ঈশ্বরের ধন্যবাদ করিতেছ বটে, 562 > * X > > R > Nó Y 8 > ○ Y y, >