পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬৪ করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [১৪ অধ্যায় । অাছে, ও কাহারো উপদেশ কথা আছে, ও কাহারে পরভাষা আছে, ও কণহারে ভবিষ্যদ্বাক্য আছে, ও কাহারো অর্থদায়ক কথা আছে ; সকলই নিষ্ঠার নিমিত্তে হউক । যদি কেহ ভাষান্তর কহিতে চাহে, তবে ২৭ দুই তিন লোকের অধিক না কহিয়া ক্রমে২ বলিবে, আর এক জন তাহার অর্থ বুঝাইয়া দিবে । কিন্তু ২৮ অর্থ প্রকাশক কেহ যদি বিদ্যমান না থাকে, তবে সে মণ্ডলীতে নীরব হইয়া থাকিয়া ঈশ্বরের উদ্দেশে আপন মনে আপনার কথা বলুক। আর দুই কিম্ব ২৯ তিন জন উপদেশক একই উপদেশ কথা বলুক, অন্যেরা তদ্বিষয়ে বিবেচনা করুক । কিন্তু উপবিষ্ট ৩ • কোন ব্যক্তির প্রতি যদি কোন কথা প্রকাশিত হয়, তবে প্রথম ব্যক্তির কথার শেষ হউক । সকলের ৩১ ই শিক্ষা ও সাস্তৃন প্রাপ্তির নিমিত্তে এক২ করিয়া তোমরা সকলেই উপদেশ দিতে পার । উপদেশ- ৩২ কর্তাদের মন আপনাদের অধীন হয় । অণর পবিত্র ৩৩ লোকদের সকল মণ্ডলীতে ঈশ্বর বিরোধজনক না হইয়া শান্তিজনক হন । আর তোমাদের স্ত্রীলোকের মণ্ডলীতে নীরব হই- ৩৪ য়া থাকুক, কথা প্রচার করা তাহদের নিষিদ্ধ ; তাহারা শাস্ত্রানুসারে অধীন হইয়া থাকুক। কিন্তু যদি ৩৫ তাহাদের কিছু জিজ্ঞাস্য হয়, তবে বাটীতে নিজ২ স্বামিকে জিজ্ঞাসা করুক ; যেহেতুক মণ্ডলীর মধ্যে কথা কহা স্ত্রীলোকদের অনুচিত হয় । ঈশ্বরের কথা কি তোমাদের হইতে নিৰ্গত হই- ৩৬ য়াছে ? কি কেবল তোমাদেরই নিকটে প্রকাশিত হইয়াছে ? তোমাদের কেহ যদি আপনাকে উপদেশক ৩৭ 56.4