পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ] করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। tNet কি পারমার্থিক করিয়া মানে, তবে তোমাদের প্রতি যে কথা লিখিয়াছি, তাহ যে প্রভুর আজ্ঞা, ইহা ৩৮ স্বীকার করুক । কিন্তু কেহ যদি অজ্ঞান হয়, তবে ৩৯ সে অজ্ঞান হইয়া থাকুক ! হে ভ্রাতৃগণ, তোমরা উপদেশ দিতে প্রয়াস কর, কিন্তু পরভাষা কহিতে ৪ • কাহাকেও নিষেধ করিও না । বিহিত ও সুশৃঙ্খল ৰূপে সকল কৰ্ম্ম কর । ১৫ অধ্যায় । ১ গ্রাষ্টের উত্থানের কথা ১২ ও উত্থানের অস্বীকারকারিদের প্রতি অনুযোগ ২০ ও গ্রীষ্টের উত্থানদ্বারা তাহার লোকদের উত্থানের স্থির হওন ২৯ ও উত্থান না হইলে ধর্মের নিষ্ফলভা ৩৫ ও উত্থানে শরীরের বিশেষ হওন ৪২ ও কি রূপে উত্থান হুইবে তাহার নির্ণয় ৫ • ও শেষদিনের বিবরণ। - ১ হে ভ্রাতৃগণ, আমি তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার কালাম, ও যাহা তোমরা গ্রাহ করিয়া ধৰ্ম্মপথে স্থিতি করিতেছ, তাহ পুনৰ্ব্বার তোমাদিগকে ২ জ্ঞাত করিতেছি । আমার সেই প্রকাশিত কথা যদি তোমাদের স্মরণে থাকে, এবং তোমাদের বিশ্বাস যদি মিথ্যা না হয়, তবে তাহাতে তোমরা ত্রাণের পাত্র । ৩ ফলতঃ আমি যে২ উপদেশ পাইয়াছি, তাহার এই প্রধান উপদেশ তোমাদিগকে সমর্পণ করিলাম ; খ্ৰীষ্ট শাস্ত্রের লিখনানুসারে আমাদের পাপমোচনের জন্যে ৪ প্রাণত্যাগ করিলেন, এবং কবরস্থ হইলে পর শাস্ত্রের ৫ লিখনানুসারে তৃতীয় দিবসে উত্থান করিলেন ; এবং প্রথমে কৈফার কাছে, তাহার পর দ্বাদশ শিষ্যের ৬ কাছে দর্শন দিলেন ; তাহার পর কোন সময়ে এ কত্রীকৃত পাচ শত ভ্রাতার অধিক লোকের নিকটেও 565 -