পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬৬ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। [১৫ অধ্যায়। দর্শন দিলেন ; তাহীদের মধ্যে কেহ২ মহানিদ্রিত অাছে, কিন্তু তাহার অধিকাংশ অদ্যাপি বিদ্যমান আছে । তদনন্তর যাকুবকে, পরে সমস্ত প্রেরিতকে দর্শন দি- ৭ লেন ; সকলের শেষে অকালজাতের ন্যায় যে অণ- ৮ মি, আমার সহিতও সাক্ষাৎ করিলেন । আমি ঈশ্ব- ৯ রের মণ্ডলীর প্রতি দৌরাত্ম্য ব্যবহার করাতে প্রেরিত লোকদের মধ্যে অতি ক্ষুদ্র, ও প্রেরিত নাম ধরণের যোগ্য নহি । কিন্তু আমি যে পদে আছি, তাহাতে ১ • কেবল ঈশ্বরের অনুগ্রহেতে আাছি ; এবং আমার প্রতি দত্ত যে র্তাহার অনুগ্রহ, সে নিস্ফল হয় নাই, কেননা অামি সকল প্রেরিতের অপেক্ষায় অধিক শ্রম করিয়৷ আসিতেছি ; কিন্তু ঐ শ্রম যে আমি করিয়াছি তাহনয় ; আমার সহকারি ঈশ্বরের যে অনুগ্রহ, সে করিয়াছে । অতএব আমার দ্বারা হউক ১১ কিম্ব। তাহাদের দ্বারাই হউক, আমাদের দ্বারা এমন কথা প্রচারিত হইয় থাকে, এবং তোমরা এমন কথাতে বিশ্বাস করিয়াছ । , ‘খ্রীষ্ট কবরহইতে উত্থান করিয়াছেন, যদি এ সং– ২২ বাদের প্রচার হইয়া থাকে, তবে মৃত লোকদের উত্থান হইবে না, তোমাদের মধ্যে কেহ২ এমন কথা বলে কেন ? যদি মৃত লোকদের উত্থান না হয়, ১৩ তবে খ্রীষ্টের উত্থানও হয় নাই ; এবং খ্রীষ্টের উ- ১ ৪ থান যদি না হইয় থাকে, তবে আমাদের প্রচারিত কথা মিথ্যা, এবং তোমাদের বিশ্বাসও মিথ্যা। অার ১৫ আমরাও ঈশ্বরের মিথ্য সাক্ষী হইয়। উঠিয়াছি ; কারণ মৃত লোকদের উত্থান যদি না হয়, তবে য।হাকে ঈশ্বর না উঠাইয়াছেন, সেই খ্ৰীষ্টকে উঠাই 566