পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬৮ করিন্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ১৫ অধ্যায়। মধ্যে গণিত নহেন, ইহা স্পষ্ট বোধ হয় । এবং ২৮ সকলি তাহার অধীন হইলে পর যিনি যে পুত্রের বশে তাবৎকে রাখিলেন, সেই পুত্রও আপনি তাহার অধীন হইবেন, তাহাতে ঈশ্বর সৰ্ব্বে সৰ্ব্ব হইবেন । আর যদি মৃত লোকদের উত্থান না হয়, তবে ২৯ যাহার মৃত লোকদের পদে বাপ্তাইজিত হয়, তাছার কি পাইবে ? এবং মৃতদের পদে কেন বাপ্তাইজিত হয় ? অার আমরা বা দণ্ডে ২ প্রাণসংশয়াপন্ন ৩ e হই কেন ? আমাদের প্রভূ যীশু খ্রীষ্টেতে তোমাদের ৩১ নিমিত্তে আমার যে আনন্দ, তদ্ধার দিব্য করিয়া কহিতেছি, আমি দিনে ২ মৃত্যুমুখগত হই । ইফিষ ৩২ নগরে মনুষ্যদের রীত্যনুসারে বন্য পশুদের সহিত যে যুদ্ধ করিয়াছি, তাহাতে আমার লাভ কি ? যদি মৃত লোকদের উত্থান না হয়, তবে “ভাইস, অমর। “ভোজন পান করি, কেননা কল্য মরিব ।’ ভ্রান্ত ৩৩ হুইও না ; কুসংসর্গেতে সদাচার বিনষ্ট হয়। পাপের ৩৪ প্রতি পরাজুখ হইয়া ধৰ্ম্ম বিষয়ে সচৈতন্য হইয়। থাক ; কেননা তোমাদের কাহারে ২ ঈশ্বরের বিষয়ে তত্ত্বজ্ঞান নাই, এই যে কথা কহি, সে তোম।দিগের লজ্জার বিষয় । আর কেহ এমন কথা জিজ্ঞাসা করিবে, মৃত লো- ৩৫ কদের উত্থান কি প্রকারে হইবে ? তাহারা ব৷ কি প্রকার অবয়ব বিশিষ্ট হইয়া উঠিবে ? হে অবোধ ৩৬ ব্যক্তি, তুমি যে বীজ বপন কর, তাহ ন মরিলে অঙ্কুর বাহির হয় না। আর যে অবয়ব নিৰ্গত হ- ৩৭ ইবে, তাহা তুমি বপন কর না ; গোম হউক কি অন্য কোন প্রকার বীজ হউক, কেবল বীজমাত্র বপন 568 .