পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ヶ মথিলিখিত সুসমাচার। [১৫ অধ্যায়। ব্যবহার লঙ্ঘন করিতেছে ? তাহাতে যীশু উত্তর করিলেন, তোমরা আপনাদের পরম্পরাগত ব্যবহারেতে ঈশ্বরের আজ্ঞা কেন লঙ্ঘন কর ? ঈশ্বর এই আজ্ঞা দিলেন, “তুমি “ আপন পিতা মাতাকে সন্তুম কর,” আর “ যে ব্যক্তি “ আপন পিতা মাতাকে নিন্দ করে, সে নিতান্তই * মরিবে ।” কিন্তু তোমরা বলিয়া থাক, যে ব্যক্তি অলপন পিতা কি মাতাকে এ কথা কহে, তুমি আমাহইতে যাহা পাইতা, তাহ নিবেদিত হইল, সেই ব্যক্তি আপন পিত মাতাকে আর সম্মান করিবে না । এই ৰূপে তোমরা আপনাদের পরম্পরাগত ব্যবহারেতে ঈশ্বরের আজ্ঞা লোপ করিতেছ। আরে কপটি সকল, ষিশয়িয় তোমাদের বিষয়ে এই ভবিষ্যদ্বাক্য বিলক্ষণ কহিয়াছে, “এই লোকের। “ আপনাদের মুখেতে আমার নিকটে আসিয়া থাকে, “ ও ওষ্ঠাধরেতে আমাকে সম্মান করিয়া থাকে, কিন্তু “ তাহদের অন্তঃকরণ আমাহইতে দূরে থাকে ; অতএব “ মনুষ্যদের নিৰূপিত বিধি আজ্ঞা জ্ঞানে শিক্ষা দিয়া “ তাহার। আমাকে বৃথা ভজনা করে ।” পরে যীশু লোকসমূহকে ডাকাইয়া কহিলেন, তোমরা শুনিয়া বুঝ । মুখেতে যাহা প্রবিষ্ট হয়, তাহ মনুষ্যকে অপবিত্র করে না, কিন্তু মুখহইতে যাহা নির্গত হয়, তাহাই অপবিত্র করে । তখন শিষ্যগণ আসিয়া তাহাকে কহিল, এই কথা শুনিয়া ফিৰূশিরা বিঘ্ন পাইল, ইহা কি আপনি জানেন ? কিন্তু তিনি উত্তর করিলেন, অামার স্বৰ্গস্থ পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়ান যাইবে । তাহাদিগকে থাকিতে দেও, তাহার নিজে অন্ধ হইয়া অন্ধ লোকদের পথদর্শক হইতেছে; যদি অন্ধ লোক অন্ধকে পথ দেখায়, তবে উভয়ই গর্তে 48 No У о X > > ネ >\○ X 8