পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ● করিস্থীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [১৫ অধ্যায় । তাহার। তন্মত স্বগীয় হইবে । আমরা যেমন পার্থিব ৪৯ মনুষ্যের আকার বিশিষ্ট আছি, তেমনি স্বৰ্গীয় ব্যক্তির আকার বিশিষ্ট হইব । হে ভ্রাতৃগণ, তোমাদিগকে যথার্থ বলিতেছি, রক্ত ৫ • মাংস বিশিষ্ট শরীর কখনো ঈশ্বররাজ্য প্রাপ্ত হইতে পারে না ; যেহেতুক অনশ্বরতাতে নশ্বরতার অধিকার কখনো হয় না । দেখ, আমি তোমাদের নিকটে এক ৫১ নিগুঢ় কথা প্রকাশ করি ; তাবৎ মনুষ্য মহানিদ্রাগ্রস্ত হইবে না, কিন্তু শেষদিনে যে সময়ে তুরীবাদ্যের শব্দ ৫২ হইবে, তৎকালে এক বিপল, বরং এক নিমিষের মধ্যে সকলে ৰূপান্তর হইরে ; কেননা তুরী বাজিবে, এবং কবরস্থ মৃত লোকেরা অক্ষয় হইয়া উঠিবে, আর সকলে ৰূপান্তর হইবে । যেহেতুক এই নশ্বর শরীরকে ৫৩ অনশ্বরতারূপ বস্ত্র পরিধান করিতে হইবে, অর্থাৎ এই মর্ত্য শরীরকে অমরত্বৰূপ বস্ত্র পরিধান করিতে হইবে। অতএব এই নশ্বর শরীর অনশ্বরতান্ধিপ বস্ত্র পরিধান ৫ ৪ করিলে, অর্থাৎ এই মর্ত্য শরীর অমরত্বৰূপ বস্ত্র প- - রিধান করিলে, এই যে কথা লিখিত আছে, তাহ। প্রত্যক্ষ হুইবে ; যথা, “জয় মৃত্যুকে গ্রাস করিবে । '८ङ् মৃত্যে, তোমার হুল কোথায় ? হে পরলোক, ৫ ৫ “তোমার জয় কোথায় ?" মৃত্যুর হুল পাপ, ও পৃ. ৫৬ পের বল ব্যবস্থা ; কিন্তু আমাদের প্রভূ যীশু খ্ৰী- ৫৭ ষ্টদ্বারা যে ঈশ্বর আমাদিগকে জয়যুক্ত করেন, র্তাহারই ধন্যবাদ হউক । অতএব হে আমার প্রিয় ৫৮ ভ্রাতৃগণ, প্রভুর সেবাতে তোমাদের পরিশ্রম বিফল হইবে না, ইহা জানিয়া তোমরা প্রভুর কৰ্ম্মেতে সু স্থির ও নিশ্চল হইয়া সৰ্ব্বদা অতি যত্নবান থাক । 570