পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t og করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [১ অধ্যায়। দয়াময় পিতা ও তাবৎ সাম্ভুনাকৰ্ত্ত ঈশ্বর যে আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বর, তিনি ধন্য ইউন । আমরা ঈশ্বরকর্তৃক যে সান্থন প্রাপ্ত হইয়। শান্তিযুক্ত হই, সেই সাম্ভুনাদ্বারা যেন নানাবিধ দুঃখি লোকদিগের সান্থন জন্মাইতে পারি, এই জন্যে তিনি আমাদের নানাবিধ দুখভোগ সময়ে সান্থন দেন । যেমন খ্রীষ্টের সদৃশ আমাদের অনেক দুঃখ ঘটে, তেমনি খ্ৰীষ্টদ্বার। আমরা বাহুল্য ৰূপে সান্থন পাই । অতএব আমরা যদি ক্লেশ প্রাপ্ত হই, তবে তাহ তোমাদের সাম্ভুনার ও পরিত্রাণের নিমিত্তে হয় ; কেনন। আমাদের প্রতি যে দুঃখ ঘটে, সেই দুঃখ তোমাদের সহ করাতে তাহার নিম্পত্তি হইবে, তোমাদের বিষয়ে আমাদের এই দৃঢ় প্রত্যাশা আছে । এবং আমরা যদি সান্থন প্রাপ্ত হই, তবে তাহাও তোমাদের সান্থনার ও পরিত্রাণের নিমিত্তে হয় ; কেননা তোমরা যেমন দুখভোগের অংশী হইতেছ, তেমনি সাস্তৃন প্রাপ্তিরও অংশী হইবা, ইহাও জ্ঞাত হই । ८६ चाडू**, আণশিয়া দেশে শক্তির অতিরিক্ত ও অপরিমিত যে দুঃখের ভার আমাদের উপরে পড়িল, তাহা তোমাদের অজ্ঞাত হওয়৷ বিহিত বুঝিলাম না । তৎকালে আমাদের জীবৎ থাকিবার সম্ভাবন। প্রায় কিছুই ছিল না ; ফলতঃ আমরা যেন আপনাদের উপরে নির্ভর না রাখিয়া মৃত লোকদের উত্থান কর্তা যে ঈশ্বর তাহার উপরে নির্ভর রাখি, এই জন্যে আপনাদিগকে মৃত্যুবশত প্রাপ্ত জ্ঞান করিলাম । এমত ভয়ানক भूङ्काइ३८ड যিনি অণমাদিগকে রক্ষা ক রিয়াছেন এবং এখনও করিতেছেন, তিনি যে ইহার 574 NS 8