পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ৫৭৫ পরেও অামাদিগকে রক্ষা করিবেন, অামাদের এমন ১ ১ প্রত্যাশা আছে । কিন্তু অনেকের দ্বারা আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হয়, তাহাতে অনেকে যেন ঈশ্বরের ধন্যবাদ করে, এই জন্যে তোমরা প্রার্থনাদ্বারা আ|মণদের উপকার কর । - ১২ আর সাংসারিক বুদ্ধিতে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহেতে আমরা জগজ্জনের বিশেষতঃ তোমাদের প্রতি অতি অকণপট্য ও সরল আচরণ করিয়া আসিতেছি; ইহাতে যে আমাদের মন সাক্ষী আছে, এ আমাদের ১৩ আহ্ন দের বিষয় । আর যে২ কথা তোমরা পাঠ করিতেছ ও স্বীকার করিতেছ, তদ্ব্যতিরেকে তোমাদের প্রতি আর কিছু লিখি না ; এবং যেমন তাহা এক অংশেতে স্বীকার করিতেছ, তদ্রুপ অনুমান করি শেষ ১৪ পর্যন্তও স্বীকার করিব । তাহাতে প্রভূ যীশুর দিনেতে তোমরা যেমন আমাদের আহলাদপাত্র হইবা, তেমনি আমরা তোমাদের আহ্ন দিপত্র হইব । ১৫ আর তোমাদের নিকট দিয়া মাকিদনিয়া দেশে যাইব, এবং তথাহইতে দ্বিতীয় বার তোমাদের নিকট দিয়া গমন করিয়া তোমাদের কর্তৃক যিহুদা দেশে ১৬ প্রেরিত হইব, এই প্রত্যাশাতে তোমাদের দ্বিতীয় মঙ্গলের নিমিত্তে তোমাদের কাছে যাইতে মনস্থ ক১৭ রিয়াছিলাম । এমত মনস্থ করিয়! আমি কি চাঞ্চল্যৰূপে ব্যবহার করিয়াছি ? ফলতঃ যে কৰ্ম্ম করিতে স্থির করি, তাহ কি সাংসারিক লোকের মত অগ্রে হা হুঁ বলিয়া, পশ্চাৎ না না বলিয়া স্থির করি ? ১৮ তাহী নহে । ঈশ্বর যেমন সত্য, তেমন তোমাদের ১৯ প্রতি আমাদের হা ও না যথার্থ ছিল । কেননা 575