পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৭৮ করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। [ত অধ্যায়। পাওয়াতে তামার মন স্থির হইল না ; অতএব তাহীদের নিকটহইতে বিদায় লইয়। মাকিদনিয়। দেশে প্রস্থান করিলাম । যিনি সর্বদ। খ্রীষ্টের দ্বারা অামাদের জয় ২ কণর করাইতেছেন, এবং আমাদের দ্বারা র্তাহার জ্ঞানৰূপ সুগন্ধ সৰ্ব্বত্র প্রকাশ করিতেছেন, এমন যে ঈশ্বর তিনি ধন্য । যেহেতুক ত্রাণের পাত্র কি বিনাশের পাত্র, উভয়ের প্রতি আমরা ঈশ্বরের দ্বারা খ্রীটের এক সৌরভস্বৰূপ হইতেছি । একের প্রতি আমরা মৃত্যুদায়ক মৃত্যুৰূপ গন্ধ হই ; অন্যের প্রতি আমরা জীবনদায়ক জীবনৰূপ গন্ধ হই ; কিন্তু এমন কৰ্ম্ম সাধনের উপযুক্ত কে আছে ? যে অনেক লোক ঈশ্বরের বাক্যে ভাজ দেয়, আমরা তাদৃশ নহি ; কিন্তু ঈশ্বরকে প্রত্যক্ষ মানিয়া ঈশ্বরের তাজ্ঞানুসারে সরলতাতে খ্রীস্টের নামে কথা কহি । ৩ অধ্যায় । ১ করি স্ত্রীয় লোক পৌলের প্রশংসাপত্ৰস্বরূপ হওন ৪ ও মূসার ব্যবস্থা প্রচার করণ অপেক্ষা গ্রীটের সুসমাচার প্রচার করণের উত্তমতা ১২ ও দৃষ্টান্তদ্বারা সে কথার প্রমাণ । আমরা কি আপনাদিগের প্রতিষ্ঠা করিতে পুনৰ্ব্বার আরম্ভ করিব ? অার তোমাদের প্রতি কিম্বা তোমাদের নিকটহইতে অন্যদের ন্যায় আমাদের কি সুখ্যাতি পত্রে প্রয়োজন আছে ? তোমরাই আমাদের অন্তঃকরণে লিখিত এবং সমস্ত মনুষ্যকর্তৃক পঠিত ও বিদিত তামাদের পত্রস্বৰূপ হইয়াছ । সেই পত্র কীলীকলমদ্বারা লিখিত এমন নয়, কিন্তু অমর ঈশ্বরের আত্মাদ্বারা লিখিত ; এবং প্রস্তরে খোদিত না হইয়া মাংসময় হৃৎপত্রে খোদিত হইয়াছে ; অত 578 > 8 > (? Y SA > *