পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। 9 S. ১৫ পড়ে। তখন পিতর তাহাকে উত্তর করিল, এই দৃষ্টান্ত ১৬ আমাদিগকে বুঝাইয়া দিউন। যীশু কহিলেন, তোমরাও ১৭ কি অদ্যাবধি অবোধ আছ ? এই কথা কি বুঝ না ? মুখেতে যাহা প্রবিষ্ট হয়, তাহ উদরে পড়িয়া বহির্দেশে ১৮ নির্গত হয় ; কিন্তু মুখহইতে যাহা নির্গত হয়, তাহ অন্তঃকরণ ১৯ হইতে নির্গত হওয়াতে মনুষ্যকে অপবিত্র করে । কেনন। অন্তঃকরণহইতে কুচিন্তা, নরহত্যা, পরদার, বেশ্যাগমন, চোৰ্য্য, মিথ্যাসাক্ষ্য, ঈশ্বরের নিন্দ, এ সকল নিৰ্গত হয়। ২• আর এই সকল মনুষ্যকে অপবিত্র করে; কিন্তু অধৌত হন্তে ভোজন করা মনুষ্যকে অপবিত্র করে না । ২১ পরে যীশু সে স্থানহইতে প্রস্থান করিয়া সোর ও সীদোন ২২ নগরের সীমাতে উপস্থিত হইলেন । তাহাতে এক কিনানীয় স্ত্রী ঐ সীমাহইতে আসিয়া উচ্চৈঃস্বরে তঁহাকে কহিল, হে প্রভো, দায়ুদের সস্তান, আমার একটি কন্য ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে ; আমার প্রতি ২৩ দয়। করুন । কিন্তু যীশু তাহাকে কোন উত্তর দিলেন না ; তাহাতে শিষ্যেরা আসিয় তাহাকে নিবেদন করিল, এই স্ত্রী অামাদের পশ্চাৎ উচ্চৈঃস্বরে ডাকিয় আসি২৪ তেছে, ইহাকে বিদায় করুন । তখন তিনি এই উত্তর করিলেন, ইস্রায়েল গোত্রের হারাণ মেষ ব্যতিরেকে ২৫ অণর কাহারও নিকটে আমি প্রেরিত নহি । পরে সে স্ত্রী আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভো, ২৬ আমার উপকার করুন । কিন্তু তিনি উত্তর করিলেন, বালকদের খাদ্য লইয়। কুকুরদের কাছে নিক্ষেপ করা ২৭ উচিত নয় । তখন সে কহিল, হে প্রভো, সে সত্য বটে ; তথাপি প্রভুর মেজহইতে যে উচ্ছিষ্ট পড়িয় থাকে, ২৮ তাহা কুকুরের খায় । তাহাতে যীশু উত্তর দিলেন, 49