পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●b〜● করিষ্কীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [৪ অধ্যায় । খ্রীষ্টদ্বারা তাহার লোপ হইয়াছে, ইহা জ্ঞাত না হও- ১৫ য়াতে অদ্যাবধি যে সময়ে মূসার ব্যবস্থাগ্রন্থ পাঠ হয়, তৎকালে সেই ঘোমটাদ্ধারা তাহদের মন আবৃত হয়। কিন্তু প্রভুর প্রতি মন ফিরিলে পর সেই ঘোমটা দুরীকৃত হইবে ; কেননা প্রভু আত্মা, আর প্রভুর আস্ম যে স্থানে, সেই স্থানেই মুক্তি । আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজঃ দর্পণে দেখিয়া প্রভুর আত্মাদ্বারা ক্রমে ২ তাহার সদৃশ তেজোময় মূৰ্ত্তি প্রাপ্ত হই । ৪ অধ্যায় । ১ সুসমাচার প্রচার করণে পৌলের সরলতা ও উদযোগ ৭ ও প্রচার করণে তাহার অনেক দুঃখ ১৩ কিন্তু সেই দুঃখ আপনার ও মণ্ড লীর হিতের কারণ। আর আমরা কৃপা প্রাপ্ত হইয়। এই যে সেবকপদ X S» > R > ケ পাইয়াছি, ইহাতে ক্লান্ত হই না ; পরন্তু লজ্জাকর ২ গুপ্ত বিষয় পরিত্যাগ করিয়া কুটিল আচরণ না করিম। ঈশ্বরের বাক্যে ভাজ না দিয়া, ঈশ্বরকে সাক্ষাৎ মানিয়া, সত্য বাক্য প্রকাশের দ্বারা প্রত্যেক জনের মনের গোচরে তাপন দিগকে প্রতিষ্ঠা করি । তাহাতে যদি আমাদের প্রকাশিত সুসমাচার কাহারে কাছে আচ্ছাদিত থাকে, তবে ত্রাণহীনদের নিকটেই তাহা আচ্ছাদিত থাকে । কেননা ঈশ্বরের প্রতিমূৰ্ত্তিস্বৰূপ খ্রীষ্টের তেজোময় সুসমাচারের দীপ্তি যেন তাহাদের মধ্যে প্রকাশ না পায়, এই জন্যে এই জগৎপতি সেই অবিশ্বাসিদের জ্ঞানচক্ষুঃ অন্ধ করিয়াছে । আমরা আপনাদের প্রসঙ্গ প্রচার না করিয়া খ্রীষ্ট যীশু যে প্রভু, এবং যীশুর সেবার্থে আমরা যে তোমাদের వ80