পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৮২ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। (৫ অধ্যায়। প্রতি অনুগ্রহ বৰ্ত্তিলে বহু লোকের ধন্যবাদ করণে ঈশ্বরেরও মহিমা বাহুল্যৰূপে প্রকাশ পাইতেছে । এই কারণ আমরা ক্লান্ত হই না, কিন্তু আমাদের বাহা পুরুষ যদ্যপি ক্ষয় পায়, তথাপি আমাদের অন্তরস্থ পুরুষ দিনেই শক্তি পাইতেছে। এবং আমাদের এই যে ক্ষণকালস্থায়ি লঘুতর দুঃখ, সে বাহুল্যৰূপে আমাদের অনন্তকালস্থায়ি গুরুতর সুখের সাধন করিতেছে ; যেহেতুক আমরা প্রত্যক্ষ বস্তুর প্রতি দৃষ্টি না করিয়া অপ্রত্যক্ষ বস্তুর প্রতি দৃষ্টি করিয়া কালক্ষেপ করিতেছি । যে বস্তু প্রত্যক্ষ সে ক্ষণকালস্থায়ি; কিন্তু যে বস্তু অপ্রত্যক্ষ সে অনন্ত কালস্থায়ি । ৫ অধ্যায় । ১ বিচারদিনে অনন্ত পরমায়ুঃ প্রাপ্তির অপেক্ষাতে সুসমাচার প্রচার করণে পৌলের পরিশুম ১১ ও তাহার আচার ও প্রচার করণের নির্ণয় । আর আমাদের এই তাম্বুস্বৰূপ পার্থিব গৃহ পতিত হইলেও ঈশ্বরনিৰ্ম্মিত ও অহস্তকৃত আমাদের এক অনন্তকালস্থায়ি গৃহ স্বগেতে আছে, ইহা আমরা জানি । তাহাতে এ গৃহে থাকিতে ২ সেই স্বৰ্গস্থ গৃহেতে প্রবিষ্ট হওনের প্রত্যাশাতে কাতরোক্তি করিতেছি ; এই মত আচ্ছাদিত হইলে আমরা নিরাশ্রয় হইব না । আমরা এই তাম্বুতে বাস করিয়া অত্যন্ত ভারাক্রান্ত হওয়াতে কাতরোক্তি করিতেছি ; আমরা যে এই গৃহহইতে নির্গত হইতে চাহি তাহ নয়, কিন্তু সেই অন্য গৃহেতে প্রবিষ্ট হইতে চাহি ; তাহাতে মৃত্যু জীবনের দ্বারা গ্রস্ত হইবে। আর এই প্রকার সুখের নিমিত্তে আমাদিগকে প্রস্তুত করিয়াছেন যে ঈশ্বর, তিনি 582 Y No > 3 > デ