পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X R > X > ミ ৬ অধ্যায় ] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৫৮৫ তোমরা ঈশ্বরের অনুগ্রহ পাইয় তাহ নিস্ফল করিও না, তাহার সহকারী আমরা তোমাদিগকে এই বিনয় করিতেছি । তিনি কহিয়াছিলেন, “আমি শুভ “ সময়ে তোমার প্রার্থনা শুনিব, এবং পরিত্রাণের “দিবসে তোমার উপকার করিব।” দেখ, এখন শুভ সময় ; দেখ, এখন পরিত্রাণের দিবস । এই সেবকপদে যেন কোন কলঙ্ক না জন্মে, এই নিমিত্তে আtমর কোন বিষয়ে কোন বিঘু ন জন্মাইয়া, বরঞ্চ অনেক প্রকার সহিষ্ণুতা ও ক্লেশ ও দৈন্য ও বিপদ ও প্রহার ও কারাগারে বন্ধন ও কলহ ও পরিশ্রম ও জাগরণ ও অনাহার ভোগ করিতেছি ; এবং নিৰ্ম্মলতা ও জ্ঞান ও চিরসহিষ্ণুতা ও প্রীতি ও পবিত্র আত্মা ও অকপট প্রেম ও সত্য বাক্য ও ঈশ্বরের পরাক্রম, ও দক্ষিণে ও বামে ধৰ্ম্মৰূপ অস্ত্ৰ শস্ত্র, এই সকলের দ্বারা সুসজ্জীভূত হইয়া, সন্মান ও অসন্মান এবং কুযশ ও সুৰ্যশঃ প্রাপ্ত হইতেছি ; এবং মিথ্যাবাদির ন্যায়, কিন্তু সত্যবাদী ; ও অপরিচিতের ন্যায়, কিন্তু সুপরিচিত ; ও মিয়মাণের ন্যায়, কিন্তু জীবৎ ; ও প্রহারিতের ন্যায়, কিন্তু অবিনষ্ট ; ও দুঃখিতের ন্যায়, কিন্তু সৰ্ব্বদ। আনন্দিত ; ও দীনহীনের ন্যায়, কিন্তু অনেকের প্রতি ধনদায়ক ; ও অকিঞ্চনের ন্যায়, কিন্তু সৰ্ব্বাধিকারী হইয়া, আমরা যে ঈশ্বরের সেবক হই, এই সকলের দ্বারা আপনাদের প্রতিষ্ঠা করিতেছি । হে করিন্থ মণ্ডলীয় সকল, আমরা প্রফুল্লচিত্ত হইয়। স্পষ্টৰূপে তোমাদিগকে কহিতেছি ; আমাদের প্রতি তোমাদের মন প্রফুল্ল ন হইলেও তো ১৩ মদের প্রতি আমাদের মন প্রফুল আছে । অতএব 585