পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। ○ レ〜為 ১৬ তাহারও উত্তর ২ সুেহু জন্মিতেছে । অতএব সর্ব বিষয়ে তোমরা যে আমার বিশ্বাসযোগ্য, তাহাতে আ|মি আহলাদিত হইলাম । ৮ অধ্যায় । ১ অন্য লোকদের দৃষ্টান্ত ও গ্রীষ্টের প্রেমের দ্বারা ঘিরুশীলমস্থ দরিদ্র লোকদিগকে দান দিতে করি স্ত্রীয় লোকদের প্রতি পেীলের নিবেদন ১৬ ও তাহীদের প্রতি তীতের ও অন্য এক ভাতার প্রশ৭সরি কথা । ১ হে ভ্রাতৃগণ, মাকিদনিয়া দেশস্থ মণ্ডলীগণকে দত্ত ঈশ্বরের যে অনুগ্রহ, তাহ। তোমাদিগকে জ্ঞাত করি২ তেছি ; ফলতঃ বহুক্লেশৰূপ পরীক্ষাতে তাহদের অত্যন্ত অপ্রতুল হইলেও অতিশয় সুখ প্রযুক্ত তাহার। ৩ বাহুল্যৰূপে দান করিল । তাছার সাধ্যপৰ্যন্ত, বরং অামি প্রমাণ দি, তাহার অতিরিক্ত দানেতে স্বচ্ছন্দে ৪ প্রবৃত্ত হইয়া, পবিত্র লোকদের সুসারের নিমিত্তে যে চাদ ও দান, তাহা গ্রহণ করিতে আমাদিগকে য৫ থেষ্ট বিনয় করিল । আর আমরা যে প্রকার অনুমান করিয়াছিলাম, সে প্রকার না করিয়া, প্রথমে প্রভুর উদ্দেশে আপনাদিগকে সমর্পণ করিয়া, পশ্চাৎ ঈশ্বরের ইচ্ছাতে আমাদের উদেশে আপনাদিগকে ৬ সমৰ্পণ করিল । তাহাতে তীত যে কৰ্ম্মেতে তোম|দের মধ্যে প্রবৃত্ত হইয়াছিল, সে কৰ্ম্ম সিদ্ধ করিতে ৭ আমরা তাহাকে বিনয় করিলাম । অতএব তোমর বিশ্বাস ও বাকপটুত ও জ্ঞান ও তাবৎ উদ্যোগ ও অামাদের প্রতি প্রেম, এই সকল গুণে যেমন অতি গুণবান আছ, তেমনি এই দাতৃ স্ব গুণেতেও ৮ অতিশয় গুণবান হও । এ কথা কিছু আজ্ঞাদ্বার কহিতেছি তাহ নয়, কিন্তু অন্য লোকদের উদ্যোগ 589