পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯০ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [৮ অধ্যায়। এবং তোমাদের প্রেমের সরলতা পরীক্ষা করিতে কহিতেছি। তার আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্ট ধনবান হইলেও, তাহার দরিদ্রতগদার তোমরা যেন ধনবান হও, এই নিমিত্তে তিনি নির্ধন হইলেন, র্ত হার এই অনুগ্রহ তোমরা জ্ঞাত আছ । অতএব আমি এই পরামর্শ তোমাদিগকে দিতেছি ; এ কৰ্ম্ম করা তোমাদের উপযুক্ত বটে, যেহেতুক এ কৰ্ম্মে নূতন উদ্যক্ত হইয়াছ তাহ নয় ; আদ্য এক বৎসর পর্য্যন্ত স্বচ্ছদে এমত চেষ্টা করিতেছ। অতএব এখন তাচ সমাপ্ত কর ; আর পূর্বে কর্মের আরম্ভ করিতে যেমন মন У о X > ছিল, আপন২ সংস্থানানুসারে তাহার সমাপ্তি করি । তেও তোমাদের তেমন মন হউক । দান করিতে যদি কাহারো ইচ্ছা থাকে, তবে তাহার যাহা নাই তদনুসারে নয়, কিন্তু যাহা অাছে তদনুসারে তাহা গ্রাহা হইবে । অন্য লোককে বিশ্রাম দিবার জন্যে তোমরা যে ভারগ্রস্ত হও, আমার এমন অভিপ্রায় নহে ; কিন্তু তোমাদের বর্তমান ধনের প্রচুরতাদ্বার যেন তাহদের দীনতা দূর হয়, এবং তাহদের ধনের প্রচুরতাদ্বারা যেন তোমাদের দীনতা দূর হয়, এৰূপ সমতা করা আমার অভিপ্রায় । যেমত লিপি আছে, “যে জন অধিক সংগ্ৰহ করিয়াছিল, তাহার অধিক “হইল না ; এবং যে জন অল্প সংগ্ৰহ করিয়াছিল, “তাহার অল্প হইল না ।” তোমাদের হিতের নিমিত্তে তীতের মনে এই উদ্‌যোগ জন্মাইলেন যে ঈশ্বর, তিনি ধন্য হউন ! সে আমাদের বিনয় কথা গ্রাহ করিল, তাহা কেবল নয়, বরঞ্চ অণপনি উদ্যোগী হইয়। তাপন ইচ্ছাতে তো 590 > R > Nう X 8 X (t Y ჯ, 》