পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায়।] কfরন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র। Q為> ১৮ মাদের নিকটে গেল । তাছাতে প্রভুর মহিমা ও তোমাদের দানশীলতা উভয়ের প্রকাশক এ দানকর্মের অধ্যক্ষ যে অণমরা, আমাদের সঙ্গে গমন করিবার ১৯ জন্যে মণ্ডলীগণের দ্বারা নিযুক্ত, তাহ কেবল নয়, সুসমাচারের দ্বারা তাবৎ মণ্ডলীতে সুখ্যাতিযুক্ত, এমন এক জন ভ্রাতাকে তাহার সহিত প্রেরণ করিলাম । ২ • আর যে প্রচুর ধন আমাদের হস্তদ্বারা প্রেরিত ड्ड्रेতেছে, এতদ্বিষয়ে কেহ যেন অামাদের প্রতি দোষ না ২১ দেয়, এ নিমিত্তে ঈশ্বরের দৃষ্টিতে তাহ কেবল নয়, লোকদৃষ্টিতেও যে২ আচার ব্যবহার বিহিত হয়, তদ্‌ ২২ বিষয়ে সাবধান হইলাম । তাহাতে অনেক২ বিষয়ে যাহাকে বার ২ উদ্যোগী দেখিয়াছি, এবং এই ক্ষণে তোমাদের প্রতি বিশ্বাস করাতে ততোধিক উদ্যোগী দেখিতেছি, এমন এক জন ভ্রাতাকে তাহীদের সঙ্গে ২৩ পাঠাইলাম । তীতের বিষয়ে যদি জিজ্ঞাসা হয়, তবে সে তোমাদের নিমিত্তে আমার এক জন অংশী ও সহায় ; এবং ভ্রাতৃগণের বিষয়ে যদি জিজ্ঞাসা হয়, তবে তাহারা মণ্ডলীদের প্রেরিত এবং খ্রীষ্টের মহিম। ই ৪ প্রকাশক । এই ৰূপে তোমরা তাহাদের ও মণ্ডলীসমূহের সাক্ষাতে আপনাদের প্রেম এবং তোমাদের বিষয়ে অামাদের শ্লাঘার কথা সপ্রমাণ কর । ৯ অধ্যায় । ১ দান করিতে উদ্যত হওনে করিন্থীয়দের প্রডি প্রশ৭সা ৬ ও দান করণে কি ফল তাহার নির্ণয় । ১ পবিত্র লোকদিগের প্রতি বিতরণ করণের বিষয়ে ২ তোমাদের নিকটে লিখন অধিক ; কারণ অাখায় দেশীয় লোকেরা গত বৎসরাবধি দিতে প্রস্তুত আছে, 591