পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯২ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পঞ্জ। [৯ অধ্যায় । আমি তোমাদের দানশীলতা জ্ঞাত হইয়। মাকিদনীয় লোকদিগের নিকটে এই একটা শ্লাঘার কথা কহিয়াছি; তাহাতে তোমাদের ব্যগ্রতা দেখিয়া তদ্বিষয়ে অনেক২ লোকের মতি হইতেছে । তথাপি তোমাদের বিষয়ে আমাদের সেই শ্লাঘ যেন বৃথা না হয়, একারণ তামাদের নিকটে ভ্রাতৃগণকে পাঠাইলাম ; অতএব আমি যেমন কহিয়াছিলাম, তদনুসারে প্রস্তুত হও । যেহেতুক কি জানি মাকিদনিয়ার কোন২ লোক যদ্যপি আমার সহিত আসিয়া তোমাদিগকে তাদৃশ প্রস্তুত না দেখে, তবে তোমরা যে লজ্জা পাইবা তাহা বলি না, বরঞ্চ আমরা যে দৃঢ় শ্লাঘার কথা কহিয়াছি, তন্নিমিত্তে আমাদিগকেও লজ্জা পাইতে হুইবে । অতএব তোমাদের যে দানের কথা পর্বে উক্ত ছিল, তাহ যেন কৃপণতাতে না হইয়৷ ਾਂপূর্বক হয়, এই জন্যে অগ্ৰে গিয়া সেই দান প্রস্তুত করিতে ভ্রাতৃগণকে বিনয় করিয়া তোমাদের নিকটে পাঠাইতে আবশ্যক বুঝিলাম । আরও বলি, যে অলপ বীজ বপন করে, সে অলপ শস্য কাটিবে ; এবং যে অধিক বীজ বপন করে, সে অধিক শস্য কাটিবে । অতএব তোমরা প্রত্যেক জন মনের নিৰূপণানুসারে অকাতরে ও স্বেচ্ছাতে দান কর, কেননা ঈশ্বর স্বচ্ছন্দ দাতাকে ভাল বাসেন । যাহাতে তোমাদের কোন কিছুই অভাব না থাকে, এবং যাহাতে যথেষ্ট পাইয়া তাবৎ উত্তম কৰ্ম্মে অধিক যত্নবান হও, এতাদৃশ সৰ্ব্বপ্রকার অনুগ্রহ ঈশ্বর তোমাদের প্রতি করিতে পারেন ; যেমন লিপি আছে, “সে ধন ব্যয় করে ও দরিদ্রদিগকে দান করে, ও 592 S» 영 レー