পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৯৬ করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [১১ অধ্যায় তোমাদিগকে সতী কন্যার ন্যায় বাগদত্ত করিয়াছি ; এজন্যে তোমাদের বিষয়ে মহাভাবনাতে ভাবিত হইতেছি । সপের প্রবঞ্চনাতে হব। যে প্রকার প্রবঞ্চিত ৩ হইয়াছিল, তেমনি পাছে তোমাদের মন খ্রীষ্টের প্রতি সরলতাহইতে ভ্ৰষ্ট হয়, আমার এই ভয় হইতেছে। যাহার প্রসঙ্গ আমরা প্রচার করি নাই, এমন ৪ অন্য যীশুর ( ক্রাণকৰ্ত্তার ) উপাখ্যান কেহ যদি আ– সিয়া প্রকাশ করিত, কিম্বা তোমাদের অপ্রাপ্ত অন্য কোন আত্মার প্রাপ্তি হইত, কিম্বা যাহা কখনো গ্রাহ কর নাই, এমন অন্য সুসমাচারের প্রাপ্তি হইত, তবে বিলক্ষণ ৰূপে তা হার ব্যবহার সহ্য করিত । অামার ৫ বোধ হয়, প্রধান প্রেরিতগণহইতে আমি কোন অংশে নূ্যন নহি । যদ্যপি আমি বক্তৃতাদি গুণেতে আশ্রেষ্ঠ, ৬ তথাপি জ্ঞানে অশ্রেষ্ঠ নহি ; কিন্তু তাবৎ বিষয়ে তোমাদের নিকটে সৰ্ব্বদ। প্রকাশিত আছি । তোমাদের ৭ উন্নতির নিমিত্তে নমতা স্বীকার করিয়া বিনা বেতনে ঈশ্বরের সুসমাচার তোমাদের নিকটে প্রচার করিয়াছি, ইহাতে আমি কি দোষ করিয়াছি ? তোমাদের ৮ সেবা করণের নিমিত্তে অন্য মণ্ডলীহইতে বেতন গ্রহণ করাতে তাহদের ধন অপহরণ করিয়াছি । এবং তো- ৯ মাদের নিকটে যে সময়ে উপস্থিত হইলাম, তৎকালে কোন দ্রব্যের অকুলান হইলে তোমাদের কাহারে উপরে তাহার কিছুই ভার দিলাম না ; কিন্তু মাকিদনিয়া দেশহইতে ভ্রাতৃগণ আসিয়া আমার আকুলান সামগ্ৰী যোগাইয়া দিল । তোমরা আমার নিমিত্তে কোন বিষয়ে ভারগ্রস্ত না হও, আমি এমত চেষ্টা করিয়াছি এবং করিব ; খ্রীষ্টের সত্যতা যদি আমাতে ১ • 506