পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায়।] করিন্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । ৫৯৯ ৩১ বিষয়ে শ্লাঘা করি । আর এতদ্বিষয়ে আমি যে মিথ্যাকথা কহি না, তাহ আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের ৩২ পিতা নিত্য নন্দ ঈশ্বর জানেন । দন্মেষক নগরে আরিত রাজার অধ্যক্ষ ( সৈন্যসামন্তকে ) ঐ নগরে ৩৩ প্রহরী রাখিয়া অামাকে ধরিতে চেষ্টা করিলে, অ|মি নগরের প্রাচীরস্থিত এক গবাক্ষদ্বার দিয়া একটি ঝুড়ীদ্বারা অবরোহিত হইয় তাহার হস্তহইতে নিস্তার পাইলাম । ১২ অধ্যায় । ১ স্বৰ্গীয় দর্শনদ্বারা ও বিশেষ দুঃখভোগদ্বারা আপনার সত্য প্রেfরতভেম্বর প্রমাণ দেওন ১৩ ও লাভের নিমিত্তে পৌলের ও তাহার সপক্ষ লোকের শুম না হওন কিন্তু করি স্থীয়দের মঙ্গলার্থে হওন। ১ আত্মশ্লাঘা করা উচিত নয় বটে, তথাচ প্রভুর দত্ত ২ দর্শন ও প্রকাশিত বাক্যের বিবরণ বলি । চতুর্দশ বৎসর গত হইল উচ্চতম স্বর্গে নীত হইল, খ্রীষ্টের আশ্রিত এমন এক ব্যক্তিকে আমি জানিলাম ; সে শরীরে বর্তমান কি অবর্তমান ছিল, তাহ জানি না, ৩ ঈশ্বর জানেন । সে (স্বগীয় ) সুখস্থানে নীত হইয়া অনিৰ্ব্বচনীয় ও মানুষের অকথ্য বাক্য শুনিতে পাইল ; ৪ কিন্তু তৎকালে সে শরীরে বর্তমান কি অবর্তমান, ৫ তাহা আমি জানি না, ঈশ্বর জানেন । এতাদৃশ ব্যক্তির বিষয়ে শ্লাঘা করিব, নতুবা দুর্বলতা ভিন্ন অ৬ পনার তার কোন বিষয়ে শ্লাঘা করিব না । কিন্তু যদ্যপি আত্মশ্লাঘ। করিতে চাহি, তথাপি সত্য কথা কহন প্রযুক্ত আমি নির্বুদ্ধিদের মধ্যে গণিত হইব না ; কিন্তু লোক আমাকে যে প্রকার দেখিতেছে এবং অ|মার নিকটে যাহ। শুনিতেছে, তদপেক্ষ পাছে আমাকে 599