পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১২ করিস্থীয় মণ্ডলীর প্রতি দ্বিতীয় পত্র । [১৩ অধ্যায়। ও বিবাদ ও পরাপবাদ ও কর্ণেজপতা ও তৰ্জ্জন ও ২ ১ কলহ হয় ; এবং পুনর্বার তোমাদের নিকটে উপস্থিত হইলে ঈশ্বর পাছে আমাকে নত করেন, এবং যাহারা পূৰ্ব্বে পাপী হইয় আপনাদের রূত অশুচি কৰ্ম্ম ও বেশ্যাগমন ও কামাভিলাষ বিষয়ে কিছু অনুতাপ ও খেদ করে নাই, এ প্রকার অনেক লোকের জন্যে পাছে আমাকে বিলাপ করিতে হয়, ইহাতে । তামীর ভয় অাছে ৷ ১৩ অধ্যায় । ১ পাপিদের প্রতি পৌলের শাসনকথা ও মণ্ডলীয় লোককে আপন২ পরীক্ষা করিতে বিনতি ১১ ও সমাপ্তির কথা । এই তৃতীয় বার তোমাদের নিকটে যাইতেছি ; ১ তাহাতে “ দুই কিম্বা তিন সাক্ষর প্রমাণদ্বারা সকল “বিচার নিম্পন্ন হইবে।” এক বার কহিয়াছিলাম, ২ এবং অনুপস্থিত হইয়াও বিদ্যমানের ন্যায় পুনর্বার কহিতেছি, এবং যাহারা পূর্বে পাপ করিয়াছে, তাহদিগকে এবং অন্যান্য সকলকে এখন লিখিতেছি ; যদি পুনর্বার তোমাদের নিকটে যাই, তবে আর ক্ষম। করিব না । খ্ৰীষ্ট আম দ্বারা কথা কহেন, ইহার ৩ প্রমাণ চেষ্টা করিতেছ ; তিনি তোমাদের প্রতি দুর্বল নহেন, কিন্তু তোমাদের মধ্যে সবল হন । যদ্যপি ৪ দুৰ্ব্বলতাপ্রযুক্ত ক্রুশেতে হত হইলেন, তথাপি ঈশ্বরের শক্তিতে সজীব হইয়। তাছেন, তার তাহার আশ্রিত আমরা দুৰ্ব্বল হইলেও তোমাদের প্রতি ঈশ্বরের শক্তিতে র্তাহার সহিত সজীব হইব । তোমরা খ্ৰী- ৫ ষ্টের ধৰ্ম্মে আছ কি না, ইহা মনে বিবেচনা করিয়া দেখ, এবং আপনাদেরও পরীক্ষা কর; যীশু খ্ৰীষ্ট 602