পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গলাতীয় মণ্ডলীগণের প্রতি পৌল প্রেরিতের পত্র। مدگولايات التي س-- ১ অধ্যায় । ১ মঙ্গলাচরণ ১ ও গলাভীয় লোকদের গ্রীষ্টের ধর্ম ত্যাগ করতে পৌলের অাশ্চর্য জ্ঞান ও অন্য ধর্মে দোষ দেওন ১১ ও এই ধর্মে ও প্রেরিতত্ত্বপদে পৌলের নিযুক্ত হওনের বিবরণ। মনুষ্যহইতে নয়, মনুষ্যদ্বারাও নয়, কিন্তু যীশু খ্রীস্ট এবং কবরহইতে র্তাহার উত্থাপনকর্তৃ। পিতা ঈশ্বরকর্তৃক প্রেরিত এক জন যে আমি পৌল, এবং অমার সহবৰ্ত্তি ভ্রাতৃগণ, আমরা গলাতীয় মণ্ডলীগণের প্রতি পত্র লিখিতেছি । পিতা ঈশ্বর এবং আমাদের । প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । পিতা ঈশ্বরের ইচ্ছানুসারে এই বর্তমান মন্দ সংসারহইতে অণমাদিগকে রক্ষা করিবার নিমিত্তে যিনি আমাদের পাপের কারণ আপনার প্রাণ দিলেন, সৰ্ব্বদ। র্ত হার ধন্যবাদ হউক । আমেন ! যিনি তোম দিগকে আহবান করিয়৷ খ্রীষ্টের অনুগ্রহের তাশয় দিলেন, তাহাকে ত্যাগ করিয়া তোমরা যে অন্য সুসমাচারে মন দিয়াছ, ইহাতে আমার আশ্চৰ্য্য জ্ঞান হইল । সেই অন্য সুসমাচার সুসমাচার নয়, কিন্তু তোমাদিগকে অস্থির করিতে এবং খ্ৰীষ্টের সুসমাচারের বিপৰ্য্যয় করিতে সচেষ্ট, এমন তক লোক অাছে । কিন্তু আমরা তোমাদের নি- ৮ 604