পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ মথিলিখিত সুসমাচার। [১৬ অধ্যায়। নাই, ইহাতে কেন পরস্পর এমত বিবেচনা করিতেছ ? তোমরা কি অদ্যপি বুঝ না ? পাচ রুটতে পাচ সহস্র ৯ পুরুষকে ভোজন করাইলে অবশিষ্ট কত ডালী উঠাইয়া লইল ; এবং সাত রুটতে চারি সহস্র পুরুষকে ভোজন ১ • করাইলেও কত ডালী উঠাইয়া লইল, তাহ কি তোমাদের মনে পড়ে না ? অতএব ফিৰশি ও সিদুকিদের তা- ১১ ড়ীর প্রতি সাবধান থাক, এ কথা আমি রুটীর বিষয়ে কহি নাই, ইহা তোমরা কেন বুঝ না ? তখন রুটার তা- ১২ উীর প্রতি সাবধান থাকিতে না কহিয়া ফিকশ ও সিন্ধুকিদের উপদেশের প্রতি সাবধান থাকিতে কহিলেন, তাহারা ইহা বুঝিল । অপর ষীশু কৈসরিয়া ফিলিপীর নিকটস্থ প্রদেশে আ ১৩ সিয়া শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্ৰ যে আমি, আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে ? তখন তাহ– ১৪ রী কহিল, কেহ২ বলে, তুমি যোহন বাপ্তাইজক ; এবং কেহ২ বলে, তুমি এলিয় ; ও কেহ২ বলে, তুমি যিরিমিয় কিয় অন্য ভবিষ্যদ্বক্তৃগণের এক জন । পরে তিনি ১৫ তাহাদিগকে জিজ্ঞাসিলেন, কিন্তু আমি কে, এ বিষয়ে তোমরা কি বল ? তাহাতে শিমোন পিতর উত্তর করিল, ১৬ তুমি অমর ঈশ্বরের অভিষিক্ত পুত্র । তাহাতে যীশু কহি- ১৭ লেন, হে মুনসের পুত্র শিমোন ভূমি ধন্য, কেননা কোন মনুষ্য তোমাতে এই জ্ঞানের উদয় করে নাই, কিন্তু আমার স্বৰ্গস্থ পিতা উদয় করিয়াছেন । অতএব আমি ১৮ তোমাকে কহিতেছি, তুমি পিতর (প্রস্তর) বট, এবং এই প্রস্তরের উপরে আমি আপন মণ্ডলী নিৰ্ম্মাণ করিব ; তাহাতে পরলোক তাহাকে পরাজয় করিতে পারিবে না । এবং আমি তোমাকে স্বৰ্গরাজ্যের চাবি দিব ; তাহাতে ১৯ 52