পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も)○ গল তীয় মণ্ডলীগণের প্রতি পত্র। [৫ অধ্যায়। তোমরা তাহাতে স্থির হও, এবং দাসত্বৰূপ ধোয়ালিতে আর বার বদ্ধ হও না । দেখ, আমি পৌল তোমাদিগকে নিশ্চয় ৰূপে কহিতেছি, যদি ত্বকছেদি হও, তবে খ্রীষ্টদ্বারা তোমাদের কিছুমাত্র ফল হইবে ন। তার তামি ত্বকছেদ কৰ্ম্ম বলম্বি সকলের নিকটে এই প্রমাণ দিতেছি, তাহারা তাবৎ ব্যবস্থা পালনের দয়ে দায়ী হইতেছে । তোমাদের মধ্যে যে কোন লোক ব্যবস্থদ্বারা পুণ্যবান গণিত হইতে চেষ্টা করে, সে অনুগ্রহহইতে পতিত হওয়াতে তাহার সঙ্গে খ্রীষ্টের কোন সম্বন্ধ থাকে না । আমরা আত্মাজত প্রত্যয়দ্বারা পুণ্যৰূপ ফলের প্রত্যাশা করি । খ্ৰীষ্টের ধৰ্ম্মে ত্বকছেদ কি অত্বকছেদ উভয়েরই কিছু ফল নাই, কিন্তু প্রেমজনক যে বিশ্বাস, সেই সার । তোমরা সত্য পথে স্বচ্ছদে গমন করিয়াছ ; কিন্তু যাহাতে ঐ পথে তার গমন না কর, তোমাদের এমন বাধা কে জন্মাইল ? যিনি তোম দিগকে অ|হবান করিয়াছেন, তিনি তোমাদের এমন মতি দেন (t নাই । অল্প তাড়ী সমুদয় সুজীকে তাড়ীময় করে । ৯ তোমরা যে অন্য কোন কথাতে মনোযোগ করিবা না, তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন বিশ্বাস হইতেছে ; কিন্তু যে জন তোমাদিগকে অস্থির করিতেছে, যে কোন ব্যক্তি হউক, সে তাপন দণ্ড ভোগ করিবে । হে ভাতৃগণ, আমি যদি ত্বকছেদ বিধি প্রচার করিয়! থাকি, তবে তাড়না ভোগ করিতেছি কেন ? তাছা করিলে ক্রুশের বাধা লোপ ছইত । যাহারা তোমাদিগের মন অস্থির করে, তা X > > R হারা যেন বহিষ্কৃত হয়, এই আমার বাঞ্ছা । হে ১৩ 616