পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o o ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । [৩ অধ্যায় । পাই, আমাদের সেই প্রভূ যীশু খ্ৰীষ্ট সম্বন্ধীয় এই মনস্থ কালাবস্থার পূর্বাবধি স্থির করিয়াছিলেন । অতএব আমি তোমাদিগকে এই বিনয় করিয়া কহিতেছি, তোমাদের নিমিত্তে আমাদের যে ক্লেশভোগ, তাহাতে তোমরা ভগ্নসাহস হইও না; যেহেতুক সে তোমাদের গৌরবস্বৰূপ হইতেছে । এতন্নিমিত্তে স্বৰ্গস্থ কি পৃথিরীস্থ তাবৎ মণ্ডলীয় পরিবার র্যাহার নামে বিখ্যাত, এমন যে আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টের পিতা, তাহার নিকটে ইটু পতিয়া এই প্রার্থনা করিতেছি । তিনি নিজ মহাবিভবানুসারে আপন আত্মার বলে তোম।দের অন্তরস্থ পুরুষকে বলবান করুন, এবং বিশ্বাসদ্বারা তোমাদের অন্তঃকরণে খ্রীষ্টের অধিষ্ঠান করাউন ; এবং তোমাদিগকে প্রেমে বদ্ধমূল ও স্থিরীকৃত করিয়া, বুদ্ধির অতীত যে খ্রীষ্টের প্রেম, সেই প্রেমের কি পৰ্যন্ত দীর্ঘত ও প্রশস্ততা ও গভীরতা ও উচ্চতা, তাহা তাবৎ পবিত্র লোকদের সহিত অনুভব করিতে তোমাদিগকে ক্ষমতা দিউন ; এবং ঈশ্বরের তাবৎ পূর্ণতাতে তোমাদিগকে পরিপূর্ণ হইতে দিউন । আমাদিগেতে যে শক্তি প্রকাশ পাইতেছে, সেই শক্ত্যনুসারে যিনি অপরিমিত ৰূপে আমাদের প্রার্থনার ও আশার অতিরিক্ত দান করিতে পারেন, খ্ৰীষ্ট যীশুদ্বারা মণ্ডলীর মধ্যে তাবৎ যুগে তাহার ধন্যবাদ হউক । আমেন ! ৪ অধ্যায় । ১ ঐক্য হওনের পরামর্শ ও সকল পারমাথিক বরের অভিপ্রায়ের নির্ণয় ১৭ ও দুষ্ট স্বভাব ত্যাগ করিতে ইফিষীয় লোককে পেী লের বিনয় ২৫ ও ধর্মকর্ম করিতে তাহাদের প্রতি বিনয় । 626 >ペ > No > 8 > (t v. > 일 > ケ > న R a ミ >