পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র । [৫ অধ্যায় । مع نة গমন ও তাবৎ অশুচি ক্রিয় ও লোভ, ইহার উল্লেখ পৰ্যন্ত তোমাদের মধ্যে না হউক, ইহাই পবিত্র লোকদের উচিত । এবং কুৎসিত বাক্য, ও উন্মত্ত প্রলাপ, ও হাস্য পরিহাসাদি অনুচিত ক্রিয়া না হউক, বরং ঈশ্বরের ধন্যবাদ হউক । ব্যভিচারী, কি লম্পট, কি দেবপূজকদের মধ্যে গণিত লোভী, ইহার খ্রীষ্টের অর্থাৎ ঈশ্বরের রাজ্যে কোন অধিকার পাইবে না, ইহ। তোমরা জ্ঞাত হও । অতএব সাবধান, অনর্থক বাক্যদ্বারা কেহ তোমাদিগের ভ্রান্তি না জন্মাউক, কেননা তাদৃশ কুকৰ্ম্ম প্রযুক্ত অনাজ্ঞাবহ লোকের ঈশ্বরের ক্রোধপাত্র হয় । তোমরা তাহ 업 দের সহভাগী হইও না । তোমরা পূর্বে অন্ধ- ৮ কারময় ছিল, কিন্তু এখন প্রভুর দ্বারা দীপ্তিময় হইয়াছ ; অতএব দীপ্তির সন্তানদের ন্যায় আচরণ কর । তাবৎ সুশীলতা ও ধৰ্ম্ম ও সত্য কথাই আত্মার ফল । অতএব প্রভুর অভিমত কৰ্ম্মের অ- ১ ও নুষ্ঠান কর । আর অন্ধকারের নিস্ফল কৰ্ম্মের সহভাগী হইও না, কিন্তু তাহার দোষ প্রকাশ কর । যেহেতুক ঐ লোকদের কৃত যে সমস্ত গুপ্ত কৰ্ম্ম, তাঙ্গ মুখ গ্রে আনাও লজ্জার বিষয় । এবং দুষ্য ১৩ কৰ্ম্মের যে সকল দোষ, তাছা দীপ্তিদ্বারাই প্রকাশ পায় ; এবং যাহাদ্বারা প্রকাশ পায়, তাহাকে দীপ্তি করিয়া বলে । এই জন্যে উক্ত আছে, হে নিদ্রিত ১৪ ব্যক্তি, তুমি জাগ্রৎ হইয়। কবরহইতে উঠ, তাহাতে খ্ৰীষ্ট তোমাকে দীপ্তি দান করিবেন। তোমরা অজ্ঞানির ন্যায় আচরণ না করিয়া জ্ঞা- ১৫ নির মত সাবধানে আচরণ কর । এবং এই কাল ১৬ 630 సి X > > R