পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩২ ইফিষীয় মণ্ডলীর প্রতি পত্র। [৬ অধ্যায়। দ্বেষ করে না, বরং তাহ ভরণপোষণ করে । প্রভুও ৩ • মণ্ডলীকে তদ্রুপ করেন, যেহেতুক আমরা তাহার শরীরের মাংস ও অস্থি ও অবয়ব স্বৰূপ হইতেছি । “ এই জন্যে মনুষ্য পিতা মাতাকে ত্যাগ করিয়া ৩১ “ আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সে দুই জন “ একাঙ্গ হইবে ।” খ্ৰীষ্ট ও মণ্ডলীর বিষয়ে আমি ৩২ এই যে কথা কহিলাম, এ অতি নিগুঢ় বাক্য । অত- ৩৩ এব তোমাদের প্রত্যেক জন আপন২ স্ত্রীকে এই প্রকার আত্মবৎ প্রেম করুক, এবং স্ত্রীও স্বামিকে সমাদর করুক । ৬ অধ্যায় । ১ বালকদের ও মাভাপিতার কৰ্ত্তব্য কর্মের নির্ণয় ৫ ও দাস ও প্রভুদের কৰ্ত্তব্য কর্মের নির্ণয় ১০ ও ঈশ্বরের সজ্জাতে সজ্জীভূত হওনে তাহাদের প্রতি পৌলের বিনয় ২১ ও জুখিককে প্রেরণ করণ ও ভূতাদিগকে নমস্কার জ্ঞাপন । হে বালকগণ, পরমেশ্বরের বাক্যানুসারে তোমরা ১ পিতা মাতার আজ্ঞাবহ হও, কেনন। ইহা উপযুক্ত । “ আপন পিতা মাতাকে সন্তুম কর, তাহা করিলে ২ “কল্যাণ হওয়াতে দেশে তোমার দীর্ঘ কাল আয় ৩ “ হইবে ” প্রতিজ্ঞাযুক্ত প্রথমাজ্ঞ এই । আর হে ৪ পিতা সকল, তোমরা আপন২ সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না ; কিন্তু প্রভুর শিক্ষা ও উপদেশ দিয়া তাহাদিগকে প্রতিপালন কর । হে দাস সকল, তোমরা খ্রীষ্টের যেমন, তেমনি ৫ সভয় ও সঙ্কুচিত হইয়। সরল অন্তঃকরণে আপন ২ ঐহিক প্রভুদিগের আজ্ঞাবহ হও । এবং মনুষ্যের ৬ সেবা জ্ঞান না করিয়া প্রভুর সেবা বুঝিয়া কেবল 632