পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もN93 ইফির্ষীয় মণ্ডলীর প্রতি পত্র। [৬ অধ্যায় । শিরস্ত্র মস্তকে দিয়া ঈশ্বরের বাক্যৰূপ আত্মার খড়গ ধারণ কর । এবং আত্মা দ্বারা সৰ্ব্বপ্রকার নিবেদনে ও ১৮ যজ্ঞ তে সর্বদ। প্রার্থনা কর, এবং তাবৎ পবিত্র লোকের নিমিত্তে কামনা করিয়া ঐ প্রার্থনীতে নিত্য প্রবৃত্ত হইয়া সচেতন হও । আর শৃঙ্খলে বদ্ধ এক ১৯ জন সুসমাচার প্রচারকার দূত যে আমি, আমি ঐ সুসমাচারের নিগুঢ় বাক্য প্রকাশ করণার্থে কথা কক্তি লে যেন অণমাকে সাহসের সহিত বক্তৃতা দত্ত হয়, অর্থাৎ যথাবিহিত সাহস পূর্বক যেন প্রচার করিতে ২ • পারি, এই জন্যে আমার নিমিত্তেও প্রার্থনা কর । আর তুখিক নামে প্রভুর বিশ্বস্ত সেবক এক জন ২১ প্রিয় ভ্রাতা তোমাদিগকে আমার কুশলাদির সকল কথা জানাইবে । আমাদের তাবৎ সমাচার তোম- ২২ দিগকে অবগত করিয়া তোমাদের মনে সান্থন দিতে তাহাকে তোমাদের নিকটে প্রেরণ করিলাম। পিত। ২৩ ঈশ্বর এবং প্রভূ যীশু খ্ৰীষ্ট তাবৎ ভ্রাতৃগণকে বিশ্বসের সহিত প্রেম ও শান্তি প্রদান করুন । যে কেহ ২৪ অকপট ভাবে প্রভূ যীশু খ্রীষ্টতে প্রেম করে, তাহাদের সকলের প্রতি অনুগ্রহ হউক । ইতি । 634