পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র ৬৩৭ ১৮ তেছে । তবে কি ? না, সদ্ভাবে কি অসম্ভাবে, যে কোন প্রকারে হউক, খ্রীষ্টের কথা প্রচার হইতেছে, ১৯ ইহাতে আমি আহ্নাদিত হইতেছি এবং হইব । কেনন তোমাদের প্রার্থনার ও যীশু খ্রীষ্টের আত্মার উপকারদ্বারা এ সকল আমার পরিত্রাণজনক হইবে, ২০ হই। আমি জানি । তাহাতে কোন প্রকারে লজ্জিত হইব না; কিন্তু সৰ্ব্বতোভাবে সাহসদ্বারা যেমন পূৰ্ব্বকালাবধি হইয়া আসিতেছে, তদ্রুপে জীবনে হউক কি মরণে হউক, এখনও আমার শরীরে খ্ৰীষ্টের মহিমা সপ্রকাশ হইবে, ইহা অপেক্ষা করিয়৷ একান্ত ২ ১ প্রত্যাশা করিতেছি । আমি যদি জীবৎ থাকি, সে খ্রীষ্টের নিমিত্তে ; আর যদি মরি, সে অামার লা২২ ভের নিমিত্তে । আর যদি জীবৎ থাকি, তাহাতে আমার পরিশ্রমের ফল আছে ; কিন্তু ( এ দুইয়ের মধ্যে ) কি মনোনীত করিব, তাহ নিশ্চয় করিতে ২৩ পারি না । দুইয়েতে আমি সঙ্কুচিত আছি ; খ্রীষ্টের সহিত সহবাস করা অতি উত্তম জানিয়৷ দেহ ত্যাগ ২ ৪ করিতে বাঞ্ছা করি ; কিন্তু তোমাদের হিতের নি২৫ মিত্তে দেহে অবস্থিতি করা অধিক আবশ্যক । অতএব তোমাদের বিশ্বাসজাত আনন্দ বৃদ্ধি করিবার জন্যে অামি জীবৎ থাকিয় তোমাদের সকলের সহিত কিছু দিন অবস্থিতি করিব, ইহা নিশ্চিত জা২৬ নি ; এমন হইলে তোমাদের নিকটে আমার প্রত্যাগমনের দ্বারা আমার বিষয়ে যীশু খ্রীষ্টে তোমাদের আনন্দের বৃদ্ধি হইবে । ২৭ অামি তোমাদের সহিত সাক্ষাৎ করিতে উপস্থিত হই কিম্বা ন হই, কিন্তু তোমরা যে পরস্পর এক 637