পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । ৬৪১ ২৮ অতএব তোমরা তাহাকে পুনর্বার দেখিয়া যেন অণ নন্দিত হও, এবং আমার দুঃখের হ্রাস যেন হয়, এ ২৯ জন্যে আমি তাহাকে অতিশীঘ্ৰ পাঠাইলাম। তোমরা আমোদ প্রমোদ করিয়া প্রভূর নিমিত্তে তাহকে গ্রহণ করিও, এবং এই প্রকার অন্য লোকদিগের মর্যাদা ক ৩• রিও । আমার সেবা করণে তোমাদের যে ত্রুটি ছিল, X R তাহা সম্পূর্ণ করিতে সে আপনার প্রাণকে তৃণজ্ঞান করিয়া খ্ৰীষ্ট কার্যের নিমিত্তে মৃতকল্প হইল । ৩ অধ্যায় । ১ অক্ছেদ ইত্যাদিদ্বারা পরিত্রাণ না হওন ও কেবল গ্রীটে বিশ্বাসদ্বারা পরিত্রাণ হওন ও খ্ৰীষ্টকে পাইতে পৌলের উদযোগ ১৭ ও দুষ্ট লোকদের অনুগামী না হইয় আপনার অনুগামী হইতে বিনয় । হে আমার ভ্রাতৃগণ, অবশেষে কহি, তোমরা প্রভুতে আনন্দিত হও ; এ কথা তোমাদিগকে পুনঃ২ লেখনে আমার কিছুই ক্লেশ নাই, অধিকন্তু তোমাদিগের রক্ষা হয় । আর তোমরা কুকুরৰপ মনুষ্যদের হইতে, ও দুরাচরি লোকদের হইতে, ও উচ্ছেদকারি ৩ লোকদের হইতে সাবধান হও । আমরাই ত্বক ছেদি লোক ; আমরা আত্মাদ্ধারা ঈশ্বরের সেবা করণ পূর্বক খ্ৰীষ্ট যীশুতে শ্লাঘা করিয়া জাতিতে নির্ভর ৪ দি না । কিন্তু আমার জাতিতে নির্ভর দেওনের ক রণ আছে ; অতএব অন্য কেহ যদি আপন জাতিতে নির্ভর দিতে পারে এমন বুঝে, তবে আমি ততোধিক ৫ দিতে পারি। কেননা আমি অষ্টম দিনে ত্বকছেদ প্রাপ্ত, এবং ইসায়েল বংশীয়, ও বিনয়ামীনের গোষ্ঠী, ও ইত্ৰীকুলজাত ইত্ৰীয়, এবং ব্যবস্থাপালনে ফিৰূর্শী ৬ এবং ধৰ্ম্মানুরাগ প্রযুক্ত মণ্ডলীঘাতক, এবং ব্যবস্থিত 641