পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W88 ফিলিপীয় মণ্ডলীর প্রতি পত্র । [৪ অধ্যায়। তোমরা সৰ্ব্বদা প্রভুতে আনন্দিত হও ; পুনর্বারও আমি কহি, আনন্দিত হও । তোমাদের মৃদুতা তাবৎ লোকের নিকটে সপ্রকাশ হউক ; কেননা প্ৰভু নিকটবৰ্ত্তী আছেন । অতএব কোন বিষয়ে ভাবিত ন হইয়। তোমরা ধন্যবাদ করিয়া নিবেদন ও যাজ্ঞাদ্বারা আপনাদের প্রার্থনীয় সকল ঈশ্বরের নিকটে জ্ঞাত কর । তাহাতে সকল বুদ্ধির অগম্য যে ঈশ্বরের শান্তি, সে খ্ৰীষ্ট যীশুতে তোমাদের মনের ও বুদ্ধির রক্ষা করিবে । হে ভ্রাতৃগণ, অবশেষে কহি, যে২ বিষয় সত্য, ও আদরণীয়, ও প্রকৃত, ও নিৰ্ম্মল, ও হিতদায়ক, ও সুখ্যাত, বা এমন গুণযুক্ত কিম্বা প্রশংসনীয় যে কোন বিষয় থাকে, তাহাতে মনোযোগ কর । তোমরা আমার নিকটে যাহা ২ দেখিয়। শুনিয়া শিক্ষা পাইয়া গ্রহণ করিয়ছ, তদনুসারে তাচার ব্যবহার কর ; তাহতে শান্তিদায়ক ঈশ্বর তোমাদের সঙ্গী হইবেন । পূর্বে আমার প্রতি তোমাদের মনোযোগ ছিল বটে, কিন্তু সুযোগ ছিল না; এখন তোমাদের সেই চিন্তা যে আর বার প্রফুল্ল হইয়াছে, এতদ্বিষয়ে আমি প্রভুতে অতি আহলাদিত হইলাম । আমি অসুসারের নিমিত্তে এ কথা কহিতেছি তাহা নয় ; কেননা যে কোন অবস্থাতে থাকি, সে সকল অবস্থাতেই তুষ্ট থাকিতে শিখিয়াছি । দরিদ্রতা ভোগ করিতে পারি, এবং প্রচুর ঐশ্বৰ্য্য ভোগ করিতেও পারি ; যে কোন স্থানে বা যে কোন অবস্থাতে হউক, প্রচুর আহার ও অনাহার, এবং প্রচুর ঐশ্বৰ্য্য ও দীনতা ভোগ ৬ > X > R করিতে শিক্ষিত হইয়াছি । আমার শক্তিদাত যে ১৩ 644