পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । \,84 তদবধি তোমাদের মধ্যেও ফলবান ও বৰ্দ্ধিষ্ণু হই৭ য়াছে । আমাদের প্রিয় সহদাস ও তোমাদের জন্যে গ্রীষ্টের বিশ্বস্ত সেবক যে ইপক্ষার নিকটে তোমরা ৮ ঐ কথা শিখিয়াছ, সে তোমাদের পারমার্থিক প্রেম আমাদিগকেও জ্ঞাত করিয়াছে ৷ ৯ যদবধি আমরা ঐ সুসংবাদ শুনিয়াছি, তাবৎ তোমাদের নিমিত্তে অনবরত প্রার্থনা করিতেছি । ফলতঃ তোমরা যেন সমুদয় পারমার্থিক জ্ঞানে ও বুদ্ধিতে ১• ঈশ্বরের অভিমতে সম্পূর্ণ জ্ঞানবান হও, এবং ঈশ্বরের তত্ত্বজ্ঞানেতে বৃদ্ধি পাইয়া তাবৎ সৎকর্মের ফলে ফলবান হইয় প্রভুর যোগ্য ও সৰ্ব্বসন্তোষজনক আচা১১ রে পটু হও, এবং ঈশ্বরের মহিমাযুক্ত শক্ত্যনুসারে আনন্দের সহিত তাবৎ সহিষ্ণুতা ও ধৈৰ্য্যাবলম্বনজ১২ নক তাবৎ বলেতে বলবান হও, এবং তেজস্থিত পবিত্র লোকদের অধিকার ভোগ করিতে অামাদিগকে যোগ্য করিয়াছেন যে পিতা, তাহার ধন্যবাদ কর, ১৩ এই আকাজক্ষা করিতেছি । কেননা তিনি আমাদিগকে অন্ধকারের কতৃত্বহইতে উদ্ধার করিয়া আপনার ১৪ প্রিয় পুত্রের রাজ্যস্থ প্রজা করিয়াছেন ; তাহার রক্তদ্বারা আমরা পরিত্রাণ অর্থাৎ পাপমোচন প্রাপ্ত ১৫ হইয়াছি । তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূৰ্ত্তিস্বৰূপ ও ১৬ সমুদয় সৃষ্টির আদিকৰ্ত্ত । এবং সিংহাসন কি রাজকর্তৃত্ব কি প্রভুত্ব কি পরাক্রম, এবং স্বৰ্গ কি মর্ত্য স্থিত হউক, দৃশ্য বা অদৃশ্য হউক, যে কিছু আছে, সকলি তাহাকর্তৃক ও র্তাহার নিমিত্তে সৃষ্ট হইয়াছে । ১৭ তিনি তাবৎ বস্তুর আদি, ও সকলের স্থিতিকৰ্ত্ত । ১৮ এবং সৰ্ব্বতোভাবে যেন তাহার প্রাধান্য হয়, এই 647