পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8b" কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । [১ অধ্যায় । জন্যে তিনি আদি ও কবরহইতে প্রথম উত্থিত হইয়া মণ্ডলীৰূপ শরীরের মস্তকস্বৰূপ হইয়াছেন । যে- ১৯ হেতুক তাবৎ পূর্ণত যেন তাহাতে বাস করে, এবং ২০ ক্রুশে পাতিত র্তাহার রক্তদ্বারা সন্ধি করিয়া তাহদ্বারা আপনার সহিত স্বৰ্গ মৰ্ত্যস্থিত সমুদয়ের মেলন করেন, পিতার এই অভিমত । অতএব পূর্বক- ২১ লে পাপাচরণ প্রযুক্ত অনধিকারী ও মনে র্তাহার শতু ছিল যে তোমরা, তোমাদিগকে আপনার সাক্ষাতে ২২ পবিত্র ও নিষ্কলঙ্ক ও নির্দোষ স্থাপন করিবার জন্যে খ্রীষ্টের শরীরবলিদানদ্বারা অর্থাৎ মরণদ্বারা আপনার সহিত মেলন করিলেন । অতএব আকাশ মণ্ডলের ২৩ নীচস্থ তাবৎ জগজ্জনের প্রতি প্রকাশিত যে সুসমাচার তোমরা শুনিয়াছ, তাহার প্রত্যাশাহইতে অচল হইয়। খ্রীষ্টের ধৰ্ম্মে বদ্ধমূল ও স্থির হইয়া থাক । ঐ সুসমাচারের এক জন প্রকাশক যে আমি ২৪ পোল, আমি এখন তোমাদের নিমিত্তে নিজ দুঃখেতেও আনন্দ করিতেছি ; এবং খ্রীষ্টের ক্লেশভোগ করণে যে কিছু নূ্যনতা ছিল, তাহা আমি তাহার শরীরকপ মণ্ডলীর নিমিত্তে নিজ শরীরে সম্পূর্ণ ভোগ করিতেছি । যেহেতুক ঈশ্বরের বাক্য প্রচলিত কর- ২৫ ণের ভার তোমাদের জন্যে ঈশ্বরকতৃক অামাতে অৰ্পিত হওয়াতে আমি মণ্ডলীর সেবক হইয়াছি । ঐ নিগুঢ় বাক্য পূৰ্ব্ব যুগে পূর্ব পুরুষদিগের নিকটে ২৬ অপ্রকাশ হইয়। এই ক্ষণে র্তাহার পবিত্র লোকদের নিকটে স প্রকাশ হইল ; কারণ সেই নিগুঢ় বাক্য- ২৭ দ্বারা অন্যদেশীয়দের প্রতি যে গৌরবন্ধপ ধন বর্তে, তাহা ঈশ্বর তাহাদিগকে জ্ঞাত করিতে অভিমত ক 648