পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । w,რ::ა খ্ৰীষ্ট, তাহার ভাবিবিষয়ে এই সকল কেবল প্রতি ১৮ বিস্বস্বৰূপ হইয়াছে । আর যে ব্যক্তি ভাক্ত নমতা S > R •

  • >

২২ ২৩ পূৰ্ব্বক স্বেচ্ছাতে দিব্য দূতগণের সেবক হইয়া আপন সাংসারিক মনের দ্বারা বৃথা গৰ্ব্বিত হইয়া অদৃশ্য বিষয়ের চর্চা করে, কিন্তু যাহাহইতে সমস্ত সন্ধি ও শিরাদ্বারা তাবৎ শরীর সংযুক্ত ও প্রতিপালিত হইয়৷ মহাবৃদ্ধিতে বৃদ্ধি পায়, এমন মস্তকস্বৰূপ খ্ৰীষ্টকে অমান্য করে, তাহাদ্বারা অাপনাদিগকে ফলে বঞ্চিত হইতে দিও না । তোমরা যদি জগতের প্রথম জ্ঞানসূত্রের পক্ষে খ্ৰীষ্টের সহিত মৃত হইয়াছ, তবে ভুক্তমাত্রে নষ্ট যে সমস্ত দ্রব্য, তাহা ‘স্পর্শ কি আস্বাদ কি গ্রহণ করিও না, এই যে মনুষ্যদের বিধি ও আজ্ঞা, সাংসারিক লোকদের ন্যায় তাহার বশীভূত কেন হও? ঐ বিধি কিছুর মধ্যে গণ্য হয় না, কেবল সাংসারিক বাসনার পরিতৃপ্তি করণার্থে স্বেচ্ছাভজন ও নমুত ও শারীরিক ক্লেশদ্বারা জ্ঞানীয় সাদৃশ্যে প্রকাশ পায় । ৩ অধ্যায় । * ১ স্বৰ্গস্থ গ্রীষ্টের উপরে মন রাখিতে পৌলের বিনয় ৫ ও পাপকে দমন করিতে ও নানা ধর্মকর্ম করিতে নিবেদন ১৮ ও স্ত্রীপুরুষ ও বালক ও পিতামাতা এবং দাস ও প্রভূর কৰ্ত্তব্য কর্মের নির্ণয় । তোমরা যদি খ্রীষ্টের সহিত উত্থাপিত হইয়াছ, তবে ঈশ্বরের দক্ষিণ পাশ্বে উপবিষ্ট খ্ৰীষ্ট যে স্থানে আছেন, সেই উপরিস্থ স্থানের বিষয়ের অন্বেষণ কর । নীচস্থ বিষয়ে মন আসক্ত না করিয়া উপরিস্থ বিষয়ে আসক্ত কর ; কেননা তোমরা মৃত হইয়াছ, এবং খ্রীষ্টের নিকটে ঈশ্বরেতে তোমাদের পরমায়ু গুপ্ত 651