পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] কলসীয় মণ্ডলীর প্রতি পত্র । やQ(t তাহাকে গ্রহণ করিও ; সে এবং আমার সহবন্দী যে ১১ অরিষ্টখ, এবং যুষ্ট নামে বিখ্যাত যীশু, এই সকল ত্বকছেদি লোক এই পত্রে তোমাদিগকে নমস্কার জ|নাইতেছে ; কেবল এই কএক জন ঈশ্বররাজ্যের নিমিত্তে আমার সহকারী হইয়া আমার শান্তিদায়ক ১২ হইয়াছে । এবং তোমাদের ( দেশীয়) এক জন খ্রীষ্টের দাস যে ইপফা, সেও তোমাদিগকে নমস্কার করিতেছে ; তোমরা যেন ঈশ্বরের তাবৎ অভিমতে সিদ্ধ ও সম্পূর্ণ হইয়া স্থির থাক, তন্নিমিত্তে সে যত্ন১৩ পূর্বক নিত্য প্রার্থনা করিতেছে । এবং তোমাদের ও লায়দিকেয়া ও হিয়রাপলি মণ্ডলীয় লোকদের হিতের নিমিত্তে সে কি পৰ্যন্ত উদ্যোগী, তদ্বিষয়ে আমি ১৪ সাক্ষী আছি । আর লুক নামে প্রিয় চিকিৎসক, ও দীমা, ইছারাও তোমাদিগকে নমস্কার করিতেছে । ১৫ এবং লায়দিকেয়া প্রবাসি ভ্রাতৃগণকে, ও মুম্ফাকে, ও তাহার গৃহস্থিত মণ্ডলীকে নমস্কার জানাইবা । ১৬ অগর তোমরা এই পত্র পাঠ করিলে পর লায়দিকীয়দিগকেও পাঠ করিতে কহিবা; এবং লায়দিকীয়দের ১৭ প্রতি যে পত্র, তাহ। তোমরাও পাঠ করিব। আর তুমি প্রভুর দ্বারা যে সেবাপদ পাইয়াছ, তাহা সাব১৮ ধানে সাধন কর, এই কথা আর্থিপপকে বলিবা । অমি পোল স্বহস্তের অক্ষরেতে তোমাদিগকে নমস্কার জানাইতেছি । তোমরা আমার বন্ধন স্মরণ করিও । তোমাদের প্রতি অনুগ্রহ হউক । ইতি । 655