পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫৮ থিষ লনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র। (২ অধ্যায়। বহু যত্ন পূর্বক নিৰ্ভয়ে ঈশ্বরের সুসমাচার তোমাদের নিকটে প্রচার করিলাম, তাহাও তোমরা জ্ঞাত আছ । আণমর ভ্রান্তিতে কি অশুচি ক্রিয়াতে কি প্রবঞ্চনাতে তোমাদিগকে উপদেশ দি নাই ; কিন্তু ঈশ্বরকর্তৃক - রীক্ষিত আমাদিগেতে যে ৰূপে সুসমাচার গচ্ছিত হুইয়াছিল, তদনুসারে আমরা মনুষ্যগণের তুষ্টিজনক না হইয়া আপনাদের অন্তঃকরণ পরীক্ষক ঈশ্বরের তুষ্টিজনক হইয়া প্রচার করিয়া থাকি । আমরা কখনো মনোরক্ষার কথা কহি নাই, এবং ছলন্ধপ বস্ত্রেতেও লোভকে আচ্ছন্ন করি নাই ; তাহ তোমরা জ্ঞাত আছে, এবং ঈশ্বরও তাহাতে সাক্ষী আছেন । আর আমরা তোমাদের হইতে কি অন্য লোকহইতে, কোন মনুষ্যহইতে সন্তুম চেষ্টা করি নাই ; তথাপি আমরা খ্রীষ্টের প্রেরিত হওয়াতে তোমাদের উপরে ভার দিতে পারিতাম ; কিন্তু তোমাদের নিকটে মৃদুভাব হইয়া, যেমন কোন মাতা স্তনপায়ি শিশুদিগকে প্রতিপালন করে, তক্রপে আমরা তোমাদের প্রতি সুেহ করিয়া, কেবল ঈশ্বরের সুসমাচার দিতে নয়, আপন২ প্রাণ পৰ্য্যন্তও দিতে সম্মত হইলাম ; যেহেতুক তোমরা আমাদের প্রিয় পাত্র হইয়াছ। হে ভ্রাতৃগণ, তোমাদের নিমিত্তে আমরা কত পরিশ্রম ও ক্লেশ ভোগ করিলাম, ও তোমাদের কাহারে। উপরে ভার না দিতে কি প্রকারে দিবারাত্রি পরিশ্রম করিয়া তোমাদের নিকটে ঈশ্বরের সুসমাচার প্রচার করিলাম, তাহ অবশ্য তোমাদের স্মরণে অাছে । আর বিশ্বাসি যে তোমরা, তোমাদের প্রতি আমরা কে মন পবিত্র ও যথার্থ ও নির্দোষ ৰূপে আচরণ 658 V) 영 У о