পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬৪ থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । [৫ অধ্যায় । সকলে সৰ্ব্বদা প্রভুর সঙ্গে একত্র থাকিব । এই কথা- ১৮ দ্বারা পরস্পর আপনাদিগকে সান্থনা কর । ৫ অধ্যায় । ১ শেষদিনের নিমিত্তে প্রস্তুত থাকনের আবশ্যকতা ১২ ও নানা প্রকার ধর্ম কর্ম করণের আজ্ঞা ও পত্র সমাপ্তির কথা । হে ভ্রাতৃগণ, কালের কি বিশেষ সময়ের বিষয়ে ১ তোমাদিগকে আমার লিখনাধিক । কেননা রাত্রিকা- ২ লের চোরের ন্যায় প্রভুর দিন উপস্থিত হইবে, ইহ তোমরা আপনারাই বিলক্ষণৰূপে জ্ঞাত আছ । ফল- ৩ তঃ আমাদের শান্তি ও নিৰ্ব্বযুত আছে, যে সময়ে লোকেরা এমন কথা বলিবে, তৎক্ষণাৎ তাহীদের বিনাশ গৰ্বিণীর প্রসববেদনার ন্যায় অকস্মাৎ উপস্থিত হইবে, কেহ এড়াইতে পারিবে না । কিন্তু হে चोङ्- 8 গণ, তোমরা অন্ধকারাবৃত না হওয়াতে সে দিবস তোমাদের নিকটে চোরের ন্যায় হঠাৎ উপস্থিত হইবে না । তোমরা সকলে দীপ্তি ও দিবসের সন্তান হই- ৫ য়াছ ; আমরা রাত্রি ও অন্ধকারের লোক নহি । অতএব তাইস, অন্য লোকদের ন্যায় নিদ্রিত না হ- ৬ ইয়া, জাগ্রৎ হইয়। সচেতন থাকি । যাহার। নিদ্রা ৭ যায়, তাহার। রাত্রিতেই নিদ্রা যায় ; এবং যাহার। মত্ত হয়, তাহারাও রাত্রিতে মত্ত হয় । কিন্তু দিবসের ৮ সন্তান যে আমরা, আমরা প্রত্যয় ও প্রেমৰূপ বুকপাট বক্ষে দিয়া, ও ত্রাণের প্রত্যাশাৰূপ শিরস্ত্র মস্তকে দিয়া জাগ্রৎ থাকি । কেননা ঈশ্বর ক্রোধের ফল- ৯ ভোগ করিতে আমাদিগকে নিযুক্ত না করিয়া, অামাদের প্রভূ যীশু খ্ৰীষ্টদ্বারা যেন পরিত্রাণের অধিকার প্রাপ্ত হই, ইহার জন্যে নিযুক্ত করিয়াছেন । এবং ১ • - 664