পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] থিষলনীকীয় মণ্ডলীর প্রতি প্রথম পত্র । ৬৬৫ আমরা জাগ্রৎ হই কি মহানিদ্রিত হই, সৰ্ব্বসময়ে যেন খ্রীষ্টের সহিত সজীব থাকি, এই জন্যে তিনি ১ ১ অামাদের নিমিত্তে প্রাণত্যাগ করিলেন । অতএব তোমরা যেৰূপ করিতেছ, তক্রপে পরস্পর আপনদের সান্থনা করিয়া নিষ্ঠ জন্মাও । ১২ হে ভ্রাতৃগণ, তোমাদের মধ্যে যাচার প্রভু কর্তৃক অধ্যক্ষৰূপে নিযুক্ত হইয়া পরিশ্রম পূর্বক তোমাদি১৩ গকে উপদেশ করে, তাহাদিগকে মান্য কর, ও প্রেম প্রকাশ করিয়া তাহদের কৰ্ম্ম প্রযুক্ত অত্যন্ত সমাদর কর ; এবং পরস্পর প্রণয় কর, তোমাদের প্রতি অ|১৪ মাদের এই নিবেদন । হে ভ্রাতৃগণ, তোমাদিগকে আরও বিনতি করি, তোমরা অবিহিত চরি লোককে অনুযোগ কর, ও ক্ষুদ্রমনাদিগকে প্রবোধ দেও, ও দুর্বলদিগকে সবল কর, ও সকলের প্রতি সহিষ্ণু হও। ১৫ আর সাবধান, কেহ তোমাদের হিংসা করিলেও তো১৬ মরা তাহার প্রতিহিংসা করিও না । আত্মীয় এবং পর, সকলের প্রতি নিত্য২ সৌজন্য ব্যবহার কর । । ১ ৭ সৰ্ব্বদা আনন্দ কর । নিরন্তর প্রার্থনা কর । সকল ১৮ বিষয়ে ধন্যবাদ কর, কেননা তোমাদের বিষয়ে খ্ৰীষ্ট ১৯ যীশুর দ্বারা এই ঈশ্বরের অভিমত । পবিত্র আত্মা২ - কে নির্বাণ করিও না । প্রচারিত বাক্যকে অবজ্ঞ ২১ করিও না । সৰ্ব্ববিষয়ের পরীক্ষা করিয়া যাহা ভাল, ২২ তাহাতেই আসক্ত হও । পাপের ছায়াহইতেও দূরে ২৩ থাক । শান্তিদায়ক ঈশ্বর আপনি তোমাদিগকে সংপূৰ্ণৰূপে পবিত্র করুন ; এবং আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের আগমন সময় পৰ্য্যন্ত তোমাদের আত্ম ও প্রাণ ও শরীর সমস্তই নির্দোষ ৰূপে রক্ষিত হউক । 665