পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ] তীমথিয়ের প্রতি প্রথম পত্র । Voić হইয়া আমি বিশ্বাসে ও সত্য বাক্যে অন্যদেশীয়দের শিক্ষকপদে নিযুক্ত হইয়াছি ; আমার এই কথা ৮ মিথ্যা নয়, খ্রীষ্টেতে সকলি সত্য কহি । পুরুষের পবিত্র হস্ত তুলিয়া নিস্কোধে ও নিৰ্ব্বিরোধে সৰ্ব্বত্র প্রার্থন করুক, এই আমার আজ্ঞা । ৯ আর নারীগণ কেশবেশ ও স্বর্ণ মুক্তাদি অভরণ ও বহুমূল্য পরিচ্ছদদ্বার আপনাদিগকে ভূষিত না করিয়া, লজ্জা ও সতর্কতা পূর্বক উপযুক্ত বস্ত্র পরিধান ক১• রিয়া ঈশ্বরসেবক স্ত্রীগণের ন্যায় সংক্রিয়াৰূপ ভূষ১১ ণে ভূষিত হউক, এই আমার আজ্ঞা । স্ত্রী স্বামির ১২ বশীভূত হইয়া মৌনীভাবে শিক্ষা করুক ; কেননা (মণ্ডলীতে) শিক্ষা দিতে কি স্বামির উপরে কতৃত্ব করিতে আমি নারীকে অনুমতি দি না ; কিন্তু মোনী১৩ ভাবে থাকিতে আজ্ঞা করি । যেহেতুক হবার পূৰ্ব্বে ১৪ আদম প্রথম সৃষ্ট হইল ; এবং আদম ভ্রান্তিযুক্ত ছিল না, কিন্তু স্ত্রী ভ্রান্তিযুক্ত হইয়। অপরাধিণী হইল । ১৫ তথাপি স্ত্রীলোক যদি বিশ্বাস ও প্রেম ও পবিত্রত ও সতর্কতাতে স্থির থাকে, তবে সন্তান প্রসবেতে পরিত্রাণ পাইবে । ৩ অধ্যায় । ১ অধ্যক্ষদের ৮ ও সেবকদের ব্যবহারের নির্ণয় ১৪ ও ভীমথিয়ের প্রতি লিখিতে পৌলের অভিপ্রায় । ১ যদি কেহ অধ্যক্ষপদের আকাজক্ষা করে, তবে সে ২ সৎকৰ্ম্ম করিতে চ হে, এ কথা সত্য বটে ; কিন্তু অধ্যক্ষ হইতে গেলে পানদোষ ও প্রহর ও কুৎসিত ৩ লোভ, এই সকল দোষ বৰ্জ্জিত হইয়া, নির্দোষত ও কেবল এক স্ত্রীর স্বামিত্ব ও চেতন ও সতর্কত। 675