পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] তীমথিয়ের প্রতি প্রথম পত্র। ৬৭৭ বিশিষ্ট ঈশ্বরের গৃহেতে, অর্থাৎ অমর ঈশ্বরের মণ্ডলীতে, কি প্রকার আচার ব্যবহার করিতে হয়, তাহা যেন তুমি জ্ঞাত হও, এই জন্যে লিখিতেছি । ১৬ এবং ঈশ্বর মানুষিক দেহে সপ্রকাশ, ও আত্মাতে (t নির্দোষীকৃত ও দূতগণের প্রত্যক্ষ, ও দেশ দেশান্তরে প্রচারিত, ও জগতের বিশ্বাসপাত্র হইয়। স্বর্গে নীত হইলেন, ইহাই ধৰ্ম্মের বড় নিগূঢ় বাক্য, ই হাতে সন্দেহ নাই । ৪ অধ্যায় । ১ ধর্মভ্যাগের ভবিষ্যদ্বাক্য ৭ ও ধর্মবিষয়ে ভীম থিয়ের প্রতি পৌলের নানা প্রকার উপদেশ । পবিত্র আত্মা স্পষ্টৰূপে এই বাক্য কহিতেছেন, শেষকালে কতক লোক অগ্নিচিহ্নিত মাংসের ন্যায় কঠিনমনা মিথ্যাবাদির কাপট্যদ্বারা ভ্রান্তিজনক অণজাতে ও ভূতগণের শিক্ষাতে মতি দিয়া ধৰ্ম্মভ্ৰষ্ট হইবে । সেই মিথ্যাবাদির বিবাহ নিষেধ করিবে, এবং বিশ্বাসী ও সত্যবেক্তাদের দ্বার। ধন্যবাদ পূর্বক গ্রাহ যে সকল ঈশ্বরের সৃষ্ট খাদ্যদ্রব্য, তাহা ত্যাগ করিতে অণজ্ঞা দিবে । কিন্তু ঈশ্বরের ধন্যবাদদ্বার। গ্রহণ করিলে ঈশ্বরের সৃষ্ট কোন বস্তুই অগ্রাহ হয় না, সকলি উত্তম ; যেহেতুক ঈশ্বরের বাক্য ও প্রার্থ ৬ নাদ্বারা সে সকল পবিত্ৰীকত হয় । আর ভ্রাতৃগণের প্রতি এ সকল কথা প্রকাশ করিলে তুমি যীশু খ্ৰীষ্টের প্রকৃত সেবক হইয়া ধৰ্ম্মের প্রাপ্ত কথা ও সুশিক্ষিত হিতোপদেশদ্বারা মনে পুষ্ট হইব । যে দুষ্ট উপকথা কেবল বৃদ্ধ স্ত্রীজাতির যোগ্য, তুমি তাহা পরিত্যাগ করিয়া ধৰ্ম্মসেবাতে চেষ্টান্বিত 677