পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ኔፃbo জীমথিয়ের প্রতি প্রথম পত্র । [৫ অধ্যায় । হও ; কেননা শারীরিক (শক্তির ) যে চেষ্টা, সে যৎকিঞ্চিৎমাত্র ফলদায়ক হয়, কিন্তু ধৰ্ম্মসেব। ইহকালে ও পরকালেও প্রতিজ্ঞাযুক্ত হইয়া সকল বিষয়ে ফল レア দায়ক হয় । এ কথা বিশ্বসনীয় এবং সকলের গ্রহ- ৯ ণীয় ; এই নিমিত্তে আমরাও মনুষ্যবর্গের বিশেষতঃ বিশ্বাসিগণের রক্ষাকৰ্ত্ত অমর ঈশ্বরের প্রত্যাশা করিয়া পরিশ্রম ও নিন্দাভোগ করিতেছি । তুমি এই কথা প্রচার করিয়া উপদেশ দেও । আর তোমার যৌবনাবস্থা প্রযুক্ত তোমাকে কেহ যেন তুচ্ছ না করে, এই নিমিত্তে তুমি আলাপে ও আচার ব্যবহারে ও প্রেমেতে ও স্বভাবে ও বিশ্বাসে ও শুচিতাতে বিশ্বাসিবর্গের দৃষ্টান্তস্বৰূপ হও । আমি যে পৰ্য্যন্ত উপস্থিত ন হই, তাবৎ তুমি অধ্যয়নে ও প্রবোধ দেওনে ও উপদেশে মনঃসংযোগ কর ; এবং ভবিষ্যদ্বাক্যানুসারে প্রাচীন উপদেশকদের হস্তপণের দ্বারা যে দান পাইয়াছ, তদ্বিষয়ে শিথিল হইও না । আর সকলের নিকটে তোমার নৈপুণ্য যেন প্রকাশ পায়, একারণ মনোযোগ করিয়া এই সকল বিষয়ে একান্তমনে যত্নবান হও । আপনার বিষয়ে ও উপ দেশের বিষয়ে সতর্ক থাকিয় তাহাতে নিত্য ২ প্র বৃত্ত হও ; তাছা করিলে আপনার ও শ্রোতৃদ্বগের পরিত্রাণ করিব ৷ ৫ অধ্যায় । ১ অনুযোগের ও বিধবা পালনের বিনয় ১৭ ও প্রাচীন লোকদের নিরূপণ ২২ ও ভীমথিয়ের প্রতি পৌলের বিশেষ উপদেশ । তুমি প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাহাকে পিতৃতুল্য, ও যুবদিগকে ভ্রাতৃতুল্য, এবং প্রাচীন স্ত্রী 678 У о X > > ネ > Nう X 8 > (t × ×)