পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] তীমহিীয়ের প্রতি প্রথম পত্র । Ꮤ,ᏄᎼ কে মাতৃতুল্য, ও যুবতীদিগকে অতিশুদ্ধ মনে ভগি৩ নীতুল্য। জ্ঞান করিয়া বিনয় কর । এবং প্রকৃত বিধ৪ বাদিগকে প্রতিপালন কর। যদি কোন বিধবার পুত্ৰ কিম্বা পৌত্র থাকে, তবে তাহার প্রথমতঃ অপেন পরিজনের সেবা করিতে ও পিতা মাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক ; যেহেতুক এ প্রকার ক্রি৫ য়। ঈশ্বরের সাক্ষাতে উত্তম ও গ্রাহ হয় । আর যে স্ত্রী প্রকৃত বিধবা ও অনাথা, সে ঈশ্বরের আ|শ্রয়ে থাকিয়। দিবারাত্রি নিবেদন ও প্রার্থনা করিয়া ৬ কালক্ষেপ করে । কিন্তু যে বিধবা সুখভোগে আী৭ সক্তা, সে জীবদ্দশাতেও মৃত হয়। অতএব তাহাদের অপরাধ যেন না ঘটে, ইহার নিমিত্তে তাহাদিগকে ৮ এই সমস্ত আজ্ঞা দেও ! কেহ যদি আত্মীয় বন্ধুবর্গের, বিশেষতঃ তাপন পরিজনের প্রতিপালন না করে, তবে সে ধৰ্ম্মচ্যুত হইয়া অবিশ্বাসি অপেক্ষাও ৯ অধম হয় । আর ষষ্টি বৎসরের অধিক বয়স্ক যে ১ - নারী এক স্বামিকা হইয়া সৎকৰ্ম্মম্বারা সুখ্যাত হইয়াছে, অর্থাৎ বালক পোষণ, ও অতিথ্য করণ, ও পবিত্র লোকের চরণ ধৌত করণ, ও দুঃখি লোকের উপকার, ইত্যাদি সকল সৎকৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছে ১১ সেই প্রকৃত বিধবাৰূপে গণিত হয় । কিন্তু যুবতী বিধবাদিগকে গ্রাহা করিও না ; কেননা খ্রীটের বিরুদ্ধে সুখভোগিনী হইলে তাহারা পুনৰ্ব্বার বিবাহ ১২ করিতে চেষ্টা করে । এ প্রকারে পুর্ব ধৰ্ম্ম পরিত্যাগ ১৩করিয়া দণ্ডপত্র হয় । তদ্ভিন্ন ভাঙ্গার ঘরে ২ ভ্রমণ করিয়া অলস হয়, তাহ কেবল নহে, ক্রমেই কুগপ ও অনধিকার চর্চা করিয়া অনুপযুক্ত কথা কহিতেও 679