পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। (to একপরামর্শ হইয়। যদি কিছু প্রার্থনা করে, তবে আমার স্বৰ্গস্থ পিতাদ্বারা তাহা তাহদের জন্যে সম্পন্ন হইবে । ২• কেনন যে স্থানে দুই তিন জন আমার নামেতে একত্র হয়, সেই স্থানে আমি তাহদের মধ্যে আছি । ২১ তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিল, হে প্রভো, আমার ভ্রাত আমার নিকটে অপরাধ করিলে তাহাকে ২২ কতবার ক্ষমা করিব ? কি সাত বার পর্যন্ত ? যীশু তাহাকে কহিলেন, তোমাকে কেবল সাত বার পর্য্যন্ত বলি ন, কিন্তু সত্তর গুণ সাত বার পর্যন্ত । ২৩ আর আপন দাসগণের সহিত লেখা যোখা করিতে ইচ্ছ 茨丁 ২৪ ক, এমত এক রাজার মত স্বৰ্গরাজ্য । ঐ লেখা যোখ আরম্ভ করিলে দশ সহস্ৰ তোড়ার ঋণী এক দাস তাহার ২৫ নিকটে অানীত হইল । কিন্তু তাহার পরিশোধ করিবার কিছু যোত্র না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্ৰাদি সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া পরিশোধ লইতে আজ্ঞ ২৩ দিল । তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণাম করিয়৷ কহিল, হে প্রভো, আপনি ধৈর্য্য করুন, আমি ২৭ তাবৎ পরিশোধ করিব । তখন সে দাসের প্রভু সদয় ২৮ হইয়। সমস্ত ঋণ ক্ষমা করিয়া তাহাকে মুক্ত করিল। কিন্তু সে দাস বাহিরে গেলে তাহার এক শত সিকি ধারিত যে এক জন সঙ্গিদাস, তাহার দেখা পাইয়। তাহকে ধরিয়া গল। টিপি দিয়া কহিতে লাগিল, আমার যে পাওনা, তাহা ২৯ পরিশোধ কর । তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয় কাকুক্তি পূর্বক কহিল, তুমি ধৈর্য্য কর, আমি তাবৎ পরি৩০ শোধ করিব । তথাচ সে স্বীকৃত না হইয়া, ধে পৰ্যন্ত ঋণ পরিশোধ না করে, তাবৎ তাহাকে কারাগারে বদ্ধ ৩১ রাখিল । তাহাতে তাহার সঙ্গিদাসেরা তাহার এই ৰূপ 59